কি এই জন্মাষ্টমী?

মহাভারতই হোক বা গীতা তার বিচরন সর্বত্র। রাজনীতি, প্রেমলীলা সব কিছুতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত, এমনটাই অন্তত মনে করেন সাধারণ মানুষ। পুরাণ মতে এক অত্যাচারী রাজা ছিলেন মথুরা রাজ কংস । তার নৃশংসতায় অতিষ্ট হয় উঠেছিল গোটা বিশ্ব। আর সেই নৃশংসতা আরো বৃদ্ধি পায় যখন হঠাৎই এক দৈববাণীতে তিনি জানতে পারেন তার ভগিনীর অস্টম পুত্রের হাতেই তার বিনাশ। তা জেনে নিজের বোন দেবকী, ও ভগ্নিপতি বাসুদেবকে কারাদণ্ডে বন্দী করে রাখে। মৃত্যু ভয়ের বশবতী হয়ে একে একে তাঁদের ৬ পুত্র কে হত্যা করেন তিনি। অত্যাচারী রাজা কংসের পাপের বিনাশ করতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রুপে দেবকীর গর্ভে অষ্টম সন্তান শ্রী কৃষ্ণের জন্ম হয় এই দিনেই। সেই থেকেই হিন্দু ধর্মীয়দের এটি একটা বিশেষ দিন। ঘরে ঘরে শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এক পুজার আয়োজন করে সাধারণ মানুষ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...