আজ খুশির ঈদ উপলক্ষ্যে চারিদিকে চলছে উৎসব। সকালে নামাজ পড়ার মধ্যে দিয়ে দিনটি শুরু হয়। কলকাতায় রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানবতার বার্তা দেন সকলের উদ্দেশ্যে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার রাতেই কলকাতার আকাশে চাঁদ দেখা গিয়েছিল, তাই নাখোদা মসজিদের তরফে এ কথা ঘোষণা করে রমজান মাসের এক মাস ব্যাপী উপবাস শেষ হয়।
Today, like previous years, I attended #Eid prayers at Red Road and exchanged greetings with all.
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2019
Some pictures of the occasion are uploaded here for all of you. #EidMubarak once again pic.twitter.com/I9gsNAZZuO
এদিকে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর জওয়ানেরা ঈদ উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করলেন।ওয়াঘা সীমান্তে আজ সকালে দুই দেশের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই মিষ্টি বিনিময় প্রথা চলে আসছে বহু বছর ধরে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এই প্রথা পালিত হয় প্রতি ঈদ, দিওয়ালি ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের পর। সেনাবাহিনীর শীর্ষ কর্তারা সরকারী পোশাক পরে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে মিষ্টি খাওয়ান এবং পাকিস্তান থেকেও শীর্ষ কর্তারা এদেশে এসে মিষ্টি বিতরণ করেন।
Attari-Wagah Border: Border Security Force personnel exchange sweets with their Pakistani counterparts on the occasion of #EidUlFitr today. pic.twitter.com/QxvpLzxK2D
— ANI (@ANI) June 5, 2019
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা বিশ্বে গাছ লাগানো তথা পরিবেশ রক্ষার কর্মসূচী পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের মানুষকে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। পৃথিবীকে যাতে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, তার জন্য গাছ লাগাতে হবে এবং তার সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে বলে জানান তিনি।
माता भूमिः पुत्रोऽहं पृथिव्याः।
— Narendra Modi (@narendramodi) June 5, 2019
Our Planet and Environment is something we all cherish greatly. Today on #WorldEnvironmentDay, we reiterate our commitment to ensure a cleaner planet.
Living in harmony with nature will lead to a better future. pic.twitter.com/3V7yLD3d8U
বুধবার থেকে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর #SelfiewithSapling প্রকল্প শুরু করেন। যার মাধ্যমে তিনি বলেন, গাছের ছাড়া লাগিয়ে তার সঙ্গে সেলফি তুলে পোষ্ট করতে। আজ বাবুল সুপ্রিয়, কপিল দেব এবং জ্যাকি শ্রফকে সঙ্গে নিয়ে গাছের চারা পোঁতেন জাভড়েকর।
"A small step may lead to a gigantic impact"
— Prakash Javadekar (@PrakashJavdekar) June 5, 2019
Happy to have @moefcc MoS @SuPriyoBabul , renowned Cricketer Kapil Dev, Bollywood stars Jackie Shroff & Randeep Hooda and folk singer Malini Awasthi in the plantation drive on #WorldEnvironmentDay today in New Delhi.#SelfieWithSapling pic.twitter.com/Nrq7oXN1N7
এদিকে উত্তরপ্রদেশের আইএএস আধিকারিক রবীন্দ্র কুমার গত ২৩ মে এভারেস্ট জয় করেন। এক বোতল গঙ্গা জল নিয়ে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। নিজের এই অভিযানের নাম রেখেছিলেন স্বচ্ছ গঙ্গা, স্বচ্ছ ভারত এভারেস্ট অভিযান। আসন্ন পরিবেশ দিবস উপলক্ষে তিনি বিশ্বকে বার্তা দিতে চেয়েছেন, সকলের জন্য চাই বিশুদ্ধ পানীয় জল। যার জন্য দরকার গঙ্গা তথা অন্যান্য নদীগুলিকে দূষণমুক্ত রাখা। সেই কারণেই তাঁর এমন পরিকল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে তিনি দুবার এভারেস্ট শৃঙ্গ জয় করলেন। প্রথমবার ২০১৩ সালে চীনের দক্ষিণ দিক থেকে উঠেছিলেন, আর এবার পরিবেশ রক্ষার বার্তা নিয়ে চীনের উত্তর দিক থেকে শৃঙ্গ জয় করলেন।
IAS officer summits Everest with gangajal to spread awareness on 'Swachh Ganga' https://t.co/fegesnvv4F
— Ravindra Kumar IAS (@IASEverester) June 5, 2019
খুশির ঈদ যেন সকলকে মানবতার পথ দেখায় এবং পরিবেশকে সুরক্ষিত রাখার অঙ্গীকারবদ্ধ করে পরিবেশ দিবস তাই হোক আজকের সংকল্প