১৯৪৯ সালে ৬ই সেপ্টেম্বরে এই অভিনেতার জন্ম| তিনি শুধুই অভিনেতা নয়, একাধারে হিন্দি ছবির প্রযোজনা, ছবি পরিচালনা, সঙ্গীত পরিচালনা, স্ক্রিনরাইটিং, এডিটর হিসাবে তাঁকে দেখা যায়|
তাঁর বাবার মৃত্যুর পর তিনি ক্যারিয়ার শুরু করেন একটি ছবির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসাবে| ছবির নাম ছিল ‘আজানা’| সেই ছবির অভিনেতা রাজেন্দ্র কুমারের উল্লেখে তিনি তাঁর পরবর্তী কাজের সুযোগ পান| তারপর তিনি হিন্দী ছবিতে অভিনয় করা শুরু করেছিলেন ১৯৭০ সালের ‘ঘরঘরকিকাহানি’ থেকে| একের পর এক বিখ্যাত অভিনেত্রীদের সাথে তিনি অভিনয় করেছেন, যেমন হেমা মালিনী, ভারতী, রেখা, জয়াপ্রধা, রতি অগ্নিহত্রী, যোগিতা বালি, রাখি ও বিভিন্ন নায়িকা|
তিনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র তরফ থেকে ২০০৬ সালের ৩রা ডিসেম্বর পানাজিতে তাঁর সিনেমা জগতে কার্যকারিতার জন্য সম্মানিত হয়েছিলেন| এছাড়াও সেইবছর ১১ই ডিসেম্বর তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড-এ ভুষিত হয়েছিলেন| তিনি তাঁর জীবনে নিজের উন্নতির সাথে সাথে তাঁর পরিবারের প্রতি ও তাঁর কর্তব্য পালন করে যাচ্ছেন|
রাকেশ রোশানের ৬৯তম শুভ জন্মদিনে জিয়ো বাংলার তরফ থেকে তাঁকে জানানো হলো অশেষ শুভ কামনা|