‘জি’মেইল’ এর জন্মদিন

জিমেইল আমাদের অতি পরিচিত একটি নাম| আজকের দিনে যদি সার্ভে করা যায় তাহলে কম্পিউটারে বেসিক কাজ জানা লোকেদের প্রায় প্রত্যেকের কাছে জিমেইল’-এ একটি অ্যাকাউন্ট থাকাটাই বাঞ্ছনীয়|

অফিস, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সবেতেই দৈনন্দিন কাজে একে অপরকে মেইল করতে ইমেল সার্ভিসের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ| গুগল কোম্পানির একটি ফ্রি ইমেল সার্ভিসের নাম হলো জিমেইল|

এই ‘জি’মেইল’ এর হয়ে গেল ১৫ বছর বর্ষপূর্তি| ২০০৪ সালের ১লা এপ্রিল এই সার্ভিসটি প্রথম রিলিজ হয়| ২০০৯ সালের ৭ই জুলাই-এ এর টেস্টিং ফেজ সমাপ্ত করে|

জিমেইল এর ধারণাটি এনেছিলেন পাল টি. বুচ্চেইট (Paul T. Buchcheit) নামক একজন আমেরিকান ইঞ্জিনিয়ার, তারপর বহুবছর ধরে এটি সঠিকভাবে পরিষেবা দেওয়ার মত করে গঠন করা হয় যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে|

শুরুতে এটি ব্যবহারকারীদের ১ গিগাবাইট স্টোরেজ দিত আর এখন এটি ১৫ গিগাবাইট স্টোরেজ দিতে সক্ষম| ব্যবহারকারীরা অ্যাটাচমেন্টসহ সর্বাধিক ৫০ গিগাবাইট মাপের ইমেল গ্রহণ করতে পারে আর পাঠাতে পারে সর্বাধিক ২৫ গিগাবাইট মাপের ইমেল|

২০১৬ সালের ফেব্রুয়ারীতে হওয়া সমীক্ষা থেকে জানা যায়, জিমেল এর প্রায় ১ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছে| দিনের পর দিন এর ইউজারদের পরিমাণ বাড়ছে| বিশেষজ্ঞদের মতে, মানুষ যত উন্নত হবে ভবিষ্যতে ইমেলের চাহিদা ততই বাড়বে| তাহলে জিমেইল এর চাহিদা বাড়ার সম্ভবনাও বেশি|

জিয়ো বাংলার তরফ থেকে শুভেচ্ছা রইলো... আরো দীর্ঘজীবী হোক জিমেইল’|

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...