কেউ বলে ‘রাসেল মাসেল’ তো কেউ বলে ‘ড্রি রাস’। আন্দ্রে রাসেল-র এই বিচিত্র নাম আজ বিশ্ব খ্যাত। সে ২৪ বলে ৬৪ রান বাকি থাক বা ৬ বলে ২৪, বাইশ গজে তিনি আছেন মানেই প্রতিপক্ষ এখনও ম্যাচ জিতে যায় নি। ২০১১ সালে বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেক। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয় নি এই ক্যারিবিয়ান তারকাকে। সে টি-২০ দলই হোক বা ওডিআই, ব্যাট হাতে যতটা বিধ্বংসি রূপ ধারণ করতে পারেন ঠিক ততটাই বল হাতেও প্রতিপক্ষকে বিপাকে ফেলতে সিদ্ধহস্ত তিনি। তাঁর এই ৮ বছরের ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ১৫৬টি ওডিআই ও ৪৬টি টি-২০ খেলে যথাক্রমে রান করেছেন ৯৯৮ ও ৪৬৫। দেশের হয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার আগে খেলতেন ইংল্যান্ডের বার্নার্ডস গ্রিন ক্রিকেট ক্লাবের হয়ে। যেখানে ১১ ম্যাচে ৭৯৯ রান করে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলেন। তাছাড়াও আরও একটি রেকর্ডের অধিকারী তিনি। ২১-এ সেপ্টেম্বর ২০১৩ সালে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে পর পর ৪বলে চারটি উইকেট নিয়ে নজির গড়েন তিনি। ক্রিকেট জীবনে বহু দলের হয়ে বহু ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন তিনি। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সাথেও জড়িত আছে রাসেল। বর্তমানে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের এক অন্যতম অলরাউন্ডার। এই বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যানের জন্মদিন উপলক্ষ্যে জিয়ো বাংলার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।