কোয়েলের কাছে

সকাল থেকে সন্ধে পর্যন্ত ওয়ালে আপডেট দিতে দিতে চলা। কী করছেন, কোথায় যাচ্ছেন, জীবনের প্রতিটি খুঁটিনাটিকে যখন প্রচার চড়া আলোর সামনে সারক্ষণ আদুল করতে ব্যস্ত বাকিরা তখন তিনি সব কিছু থেকে সরে আশ্চর্য আলাদা।

বাংলা সিনেমার বার্বিডল বলা হয় তাঁকে। সিনেমা জীবন আর ব্যক্তিগত জীবনকে সীমারেখায় বেঁধে রাখার কৌশল তাঁকে দেখে শেখার। এখানেও যেন কাজ করে তাঁর সহজাত এলিগেন্স।

সাইকোলজির ছাত্রী, লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াও অচেনা নয়, তবু সিনেমাকে কেরিয়ার করার সেভাবে পরিকল্পনাও ছিল না, খানিকটা যেন নিয়তির পথেই সিনেমার দুনিয়ায় পা রাখা।

দক্ষিণ কলকাতার ভবানীপুরের মডার্ণ স্কুলের ছাত্রী ছিলেন। গোখেল মেমোরিয়াল থেকে পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তখন তিনি রুক্মিণী মল্লিক। বাবা ডাকসাইটের অভিনেতা রঞ্জিত মল্লিক। মা দীপা মল্লিক। বিশ্ব বিদ্যালয়ের সিরিয়াস ছাত্রী রুক্মিণীকে দেখে ঘুনাক্ষরেও বোঝার উপায় ছিল না যে পরের কয়েক বছরের মধ্যেই বাংলা ছবির তারকা হতে চলেছেন তিনি। প্রথম ছবি ‘নাটের গুরু’। সাল ২০০৩-এ। আরও আগে ডেবিউ হতে পারত, কিন্তু কলেজের ক্লাস ছেড়ে শুটিং ফ্লোরে আসার অনুমতি মেলেনি। জিতের বিপরীতে সুপার হিট হয়েছিল সেই ছবি। তারপর টানা ১১ টা ছবিতে জিৎ-কোয়েল জুটি। কমার্শিয়াল সিনেমার ব্যস্ত হিরোইন থেকে নিউএজ ছবির মুখ্য অভিনেত্রী, প্রায় সব ধরনের চরিত্রে তাঁকে দেখা গিয়েছে।

২০০৬ সালে রিলিজ হয়েছিল হিন্দি ছবি ‘গ্যাংস্টার’। নায়িকা হিসেবে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। কিন্তু সেই ছবির জন্য পরিচালক অনুরাগ বসুর প্রথম পছন্দ ছিলেন কলকাতার মেয়ে কোয়েল। কোয়েল রাজী হননি, ফলস্বরূপ এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন কঙ্গনা রানাওয়াত। এই ছবিতে অভিনয়ের জন্য বেস্ট ফিমেল ডেবিউ অ্যাকট্রেসের ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।

Koel-002 

গোয়েন্দা গল্পে ‘মিতিন মাসি’ কোয়েলকে খুব পছন্দ করেছিল দর্শক। তবে তিনি ফেভারিট ‘মেঘনা’ হিসেবে। কাজল চোখ, রিমলেস চশমায় আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।    

২০২০ সালে ছেলে কবীরের জন্মের পর বড় ব্রেক নিয়েছিলেন কেরিয়ারে। আবার ফিরেও এসেছেন। নায়িকা কোয়েলকে তো দর্শকদের শুরু থেকেই পছন্দ, মডেল কোয়েলেরও ফ্যান ফলোয়ার কম নেই। স্টাইল, ফ্যাশনে সব সময় নজর কাড়েন। বিশেষ করে বাঙালি সাজে কোয়েল সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

যে কোনও ইন্টারভিউতে সাংবাদিক যতই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন ধেয়ে আসুক, পলিটিক্যালি কারেক্ট উত্তর দেওয়াকে তিনি আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছেন। বিতর্ক বা গসিপে তাই কোনওদিন দেখা যায়নি তাঁকে। এখানেও কোয়েল অদ্বিতীয়া। আজ চল্লিশ বসন্তে পা দিলেন।     

এটা শেয়ার করতে পারো

...

Loading...