মাথায় নীল টুপি। কোমরের উপরে থমকে যাওয়া জামা। খ্যাপাটে, পাগলাটে। বেজায় রাগী। পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে। ঘড়ি ধরা নিয়ম আর কড়া শাসনে চোখে চোখে রাখেন তিন ভাইপোকে। সারা বাড়ি দৌড়ে বেড়ান তাদের পিছনেই। এত রাগী কিন্তু এই রাগী আংকেল পর্দায় এলেই মন খুশি বাচ্চাদের। বড়রাও সুযোগ পেলেই খুঁজে নেন তাকে। বছরের পর বছর ধরে এতটুকু বদলাননি তিনি। একই রকম রাগে, মজায় আনন্দ দিয়ে চলেছেন একই ধারায়। তিনি ডোনাল্ড ডাক। আসলে এক মজার হাঁস। আলাদা করে না বললে মনেই থাকে না ২০২০- তে তার বয়স হল ৮৬ বছর।
১৯৩৪ সালের ৯ জুন জন্ম হয় ডোনাল্ড ডাক -এর প্রথম আবির্ভাব । 'দ্য ওয়াইজ লিটল হেন' কমিকসের। ওয়াল্ট ডিজনি চেয়েছিলেন, এই চরিত্র টি কখনও যেন পুরনো না হয়।
আবির্ভাবের কিছু দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে আংকেল ডোনাল্ড। মিকি ম, মিনি, গুফিদের পাশাপাশি। আমেরিকার প্রতিদিনের জীবন যাত্রা, সাধারণ মানুষের জীবনযুদ্ধ মজার আঙ্গিকে উঠে আসে এই চরিত্রের মধ্যে দিয়ে। এমনকি দেশপ্রেমও। তাই তাকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রান্তরে যেতেও দেখা যায় সেনা হিসেবে।
ডিজনি স্টুডিও ডোনাল্ড ডাককে কখনও বুড়ো হতে দেয়নি। যুদ্ধ শেষ হয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা এবং সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয় আংকেল ডোনাল্ডের জনপ্রিয়তাকে হাতিয়ার করে। ডিজনির এই কমিক চরিত্রটি কমেডি আর রিয়েলিটির অসাধারন মিশ্রণ। সেই কারণেই সর্বজন গ্রাহ্য হয়ে উঠতে সময় লাগেনি। এত থেকে আশির কাছে একই ভাবে জনপ্রিয়।
ওয়াল্ট ডিজনি বলতেন, 'ডোনাল্ড একজন দুর্দান্ত সহযোগী, চড়া মেজাজ, খাপছাড়া ব্যবহার; দোষ-গুণ সব মিলিয়েই মানুষ ভালোবেসেছে তাকে' .
নিজের সৃষ্টির সম্পর্কে স্রষ্টার কথা ভীষণ ভাবে আজও সত্যি!