আবেগপ্রবণ মানবজাতির মন সমৃদ্ধ দুঃখ, কষ্ট হাসি, কান্না ইত্যাদি দিয়ে। আর এই সব আবেগকে মনের গভীরে রেখে এগিয়ে চলার নামই জীবন। কিন্তু যখন শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে বাতাস, তখন মানুষের জীবনে যে সুখ ও আনন্দের সঞ্চার ঘটে তা অনায়াসেই ভুলিয়ে দিতে পারে মনের প্রবল দুঃখ-কষ্টকে। হাজার হোক মা আসছে বলে কথা। দোড়গোড়ায় কড়া নাড়ছে শারদ উৎসব, তাই বাঙালীজাতি এখন প্রবল ব্যাস্ত পুজোর কেনাকাটি নিয়ে। ঠিক তেমনই ব্যস্ত প্রতিটি পূজা কমিটি, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতী।
আর এই ব্যাস্ততার মাঝে কিছুটা সময় বাড় করে জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালতু নন্দিবাগান দুর্গোৎসব কমিটি থেক আসা ক্লাবের তিন সদস্য দীপঙ্কর দে, বাবলি দে ও তনয় তালুকদার। এবছর ২৭তম বর্ষে পদার্পন করল তাদের পুজো।
থিমের বিষয় দীপঙ্কর বাবু স্পষ্ট করে কিছু না বললেও তিনি জানান যে এবছর তারা ভারতের কোনও এক রাজ্যের নিদৃষ্ট কোনও সম্প্রদায়ের মানুষের ছবি তুলে ধরবে। তুলে ধরবে তাদের দেনন্দিন জীবনের প্রতিচ্ছবি। আর থিমকে আরও প্রাণবন্ত রুপ দিতে মন্ডপে দেখা যাবে সেই সম্প্রদায়ের বহু মানুষজনদের।
দ্বিতীয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে তাদের এবছরের দুর্গোৎসবের পথচলা। পঞ্চমিতে পাড়ার সদস্যদের নিয়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমিতে সকল দর্শনার্থীদের জন্য থাকবে ভোগ বিতরণীয় অনুষ্ঠান।
পুজো ছাড়াও প্রতিবছ ক্লাব প্রাঙ্গনে নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের মত বহু সামাজিক কাজকর্মের আয়োজন করা হয় ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে।