পুজো তো এসেই গেল... পুজোর দোরগোড়ায় নানা রকমের রূপচর্চার মধ্যে চুলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়| বিজ্ঞাপনে বিভিন্ন ধরনের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম বা যে কোনো রকমের ‘হেয়ার কেয়ারিং প্রোডাক্ট’ ব্যবহার করার জন্য সুন্দর চুলের প্রদর্শন করা হয়| চকচকে সুন্দর চুল যখন হাওয়াতে ব্লো করে সেই দৃশ্য দর্শকের চোখ আকর্ষণে সক্ষম| তবে সাবধান! কোনো বিজ্ঞাপন বিশ্বাস করার আগে এটি জেনে নিন দৃশ্যটি মেকি হতে পারে| আপনি কি জানেন... কিছু কিছু বিজ্ঞাপনের দৃশ্যে চুল ওড়া দেখানো পুরোপুরি কৃত্রিম, আসল নয়?
সম্প্রতি একজন হেয়ার ও মেক-আপ আর্টিস্ট সেই সত্যই ব্যাখ্যা করলেন সোশ্যাল মিডিয়ায়| 'সারা লেডলো' নামের ওই স্টাইলিস্ট ইনস্টাগ্রামে শেয়ার করেন একটি সম্প্রতি কাজের ভিডিও যাতে দেখানো হচ্ছে কিভাবে তিনি হাওয়াতে ওড়া একটি চুলের দৃশ্য ফুটিয়ে তুলেছেন|
তিনি এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “একটি শ্যাম্পুর ক্যাম্পেনে বড় মাপের চুলের আকৃতি তৈরি করা হচ্ছে বিউটিফুল@অ্যাঞ্জেলেলেলী(beeyoootiful@angelelelee) তে যা দেখে মনে হচ্ছে চুল হাওয়াতে উড়ছে|”
ভিডিওতে চুলের যত্ন নেওয়ার বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা অ্যাঞ্জেলা ভার্গক-কে|
ভিডিওটিতে কোনো ফ্যানের সামনে চুল না উড়িয়ে তার বদলে আর্টিস্ট চুলে স্প্রে ও নানান স্টাইলিস্ট প্রোডাক্ট ব্যবহার করে চুল পিছনদিকে ওড়ার একটি লুকস তৈরি করা হচ্ছে, যা এটিকে ভাইরাল করেছে| পোস্টটিতে ৩৪ হাজারের বেশি ভিউস...
ভিডিও দেখে নেটিজেনরা নানারকম মত দিয়েছেন| কেউ সেখানে কমেন্ট করেছে, “বাহ(Wow) এটি অদ্বিতীয়!”, আবার কেউ বলেছে, “ম্যাজিক”... তো কারোর কারোর মতে এইসব দেখে আর কিছুতে বিশ্বাস করা যাবে না|
অর্থাৎ বিজ্ঞাপন দেখে কোনো প্রোডাক্টের প্রতি মোহিত না হয়ে সেটি নিয়ে যাচাই করা ভালো|