সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হল চুল পড়ে যাওয়ার সমস্যা। সিজন চেঞ্জের সাথে সকলেরই শরীরে কিছু না কিছু পরিবর্তন আসে। অনেকেই এই ঋতু পরিবর্তন বা সিজন চেঞ্জের জন্য অসুস্থ হয়ে পড়েন। ত্বক ও চুলের নানা সমস্যার মধ্যে আমাদের কাছে সবচেয়ে কষ্টের যে পরিস্থিতি হয় তা হল চুল পড়ে যাওয়া বা চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা। তাই চলুন আজ আমরা বিভিন্ন সময় কি কি ভাবে চুলের যত্ন করা যায় তা নিয়ে আলোচনা করি।
চুল পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু চুল যখন খুব বেশি ঝরতে শুরু করে তখনই শুরু হয় সমস্যা। চুল কখনো বেশি রুক্ষ তো কখনো বেশি তৈলাক্ত হয়ে পড়ে। প্রথমে জেনে নিন চুল যদি বেশি ঝরতে শুরু হয়ে যায় তাহলে কি করা উচিত-
১) চুল বেশি রুক্ষ হয়ে গেলে সেই ক্ষেত্রে ডিম খুব ভালো কাজ দেয়। আর ডিমের সাথে যদি দুধ সংযুক্ত করা যায় তাহলে তো আর কথাই নেই। এর জন্য ২টি ডিমের কুসুম এবং ১ কাপ দুধ, ২ চামচ অলিভ তেল এবং ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই প্যাকটি সারা মাথায় লাগিয়ে রেখে ১৫ মিনিট বাদে উষ্ণ গরমজলে শ্যাম্পু করে ফেলুন। নিয়ম করে এই প্যাকটি ব্যবহার করতে পারলে চুলের রুক্ষভাব খুব তাড়াতাড়ি কমে যাবে।
২) রুক্ষ চুল এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যায় কলা খুব ভালো কাজ দেয়। চুল মসৃন করতে কলার জুড়ি মেলা ভার। তাই মধু, কলা আর নারকেল তেল দিয়ে প্যাক বানিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই প্যাক লাগান। এই মিশ্রণটি চুলে ৩০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাকটি ব্যবহার করুন।
৩) চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ওটস ভালো কাজ দেয়। এক চামচ ওটসের সাথে ২চামচ মধু আর ১ কাপ কাঁচা দুধ মিশিয়ে নিন। এই প্যাকটি স্ক্যাল্পে মেখে রেখে দিন ১৫ মিনিট। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
৪) চুলের জন্য ডিম আর টকদই এর উপকারের কথা আর নতুন করে বলার কিছু নেই। সকলেই জানেন ডিম আর টকদইয়ের মিশ্রণ চুলের জন্য খুবই ভালো। এর জন্য ২ থেকে ৩ টি কুসুমের সাথে হাফ কাপ টকদই মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের মধ্যে ভালো করে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এর পর উষ্ণ গরমজলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২বার এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেনই।
৫) চুল যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তখন ডিমের সাদা অংশ ভালো উপকার দেয়। এর জন্য ২ থেকে ৩টি ডিমের সাদা অংশের সাথে ১ কাপ দুধ আর ১ কাপ টকদই মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। চুল ধুয়ে এসে এই প্যাকটি চুলে ৩০ মিনিটের জন্য রেখে দিন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাক ব্যবহার করলে উপকার পেতে বাধ্য।
ঋতু পরিবর্তনের ফলে চুলের যে সমস্যা গুলি তৈরী হয় তার সমাধান সহজে পাওয়া না গেলেও এইগুলি সব ঘরোয়া রেমিডি। যা বহু লোক ব্যবহার করে উপকার পেয়েছেন। তাই আপনার এইসব সামগ্রীর মধ্যে কোনোটিতে যদি অ্যাল্যার্জি থাকে তাহলে আলাদা কথা নাহলে এইসব প্যাক ট্রাই করে দেখতেই পারেন।