‘হামি’র ঘরে চারটি পুরস্কার

রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস-এ হামি’ পেল চারটি পুরস্কার। অ্যালবাম অফ দ্য ইয়ার, মিউজিক কম্পোজার অফ দ্য ইয়ার (ফিল্ম)-এর শিরোপা পেলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সেরা গীতিকারেরও পুরস্কার পেলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়,  ফিমেল ভোকালিস্ট অফ দ্য ইয়ার-এর খেতাব জিতলেন অরুণা দাস

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবি দর্শকের মনে কতখানি জায়গা দখল করে নিয়েছিল তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বেশ অনেকদিন পর শিশুদের দেখার মতো একটি ছবি দর্শকের দরবারে এনেছিলেন এই পরিচালকদ্বয়। অতি সচেতন অভিভাবকরাও তারিয়ে উপভোগ করেছিলেন সেই ছবি। একইভাবে শিক্ষক-শিক্ষিকাদের জন্যও ছবিটি যথেষ্ট উপযোগী।

‘হামি’ ছবিতে ব্যবহৃত চাচাজি’ গানটি শুটের সময় ইউনিটের সকলের চোখ দিয়ে জল গড়িয়েছিল। এ কথা অজানা নয় বাংলার দর্শকের। সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কোনও ছবির হাঁড়ির খবরই আজ চলে আসে সকলের সামনে। সেই নিয়ম মেনে ‘হামি’র প্রত্যেকটি গানই রিলিজ করে ধীরে ধীরে; আর সেগুলি কে বা কারা গেয়েছেন তাও জানানো হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বলতে দ্বিধা নেই, প্রত্যেকটি গানই সমান কদর পায় দর্শকের কাছে। ছবির শুরুতেই ‘ভুতু ভাইজান’ গানটিও ছিল অনবদ্য। ফলে, ছবির গান খেতাব পাবে তা বলাই বাহুল্য। সুতরাং, সবমিলিয়ে বেশ খুশির হাওয়া বইছে হামি’র ঘরে।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...