প্লাস্টিকের বর্জ্য দিয়ে রাস্তা তৈরী হলো অসমে

রাস্তার ধারে বর্জ্য পড়ে থাকতে দেখায় আমাদের অভ্যেস| কিন্তু বর্জ্য দিয়ে রাস্তা তৈরির কথা ভেবেছেন কখনো? অসম সরকার কিন্তু ভেবেছেন| শুধু ভেবেছেন বলা ভুল হবে| ইতিমধ্যেই প্রায় ১.২৪ মেগাটন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরী হয়েছে একটি রাস্তা| সম্ভবত গুয়াহাটির রাস্তাগুলির মধ্যে এটিই প্রথম রাস্তা যা বর্জ্য দিয়ে তৈরী| জানা গেছে, গুয়াহাটির নারাঙ্গি মিলিটারী স্টেশনের পাশেই তৈরী হয়েছে এই রাস্তাটি| মিলিটারী ইঞ্জিনিয়ার সার্ভিসের রোড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট-এর পাইলট প্রজেক্ট ছিল এটি| এছাড়াও, এই পদক্ষেপটি সরকারের পক্ষ থেকে প্রবর্তন করা প্লাস্টিকের সিঙ্গেল ব্যবহারের দিকটিও মাথায় রেখে নেওয়া হয়েছে|

রাস্তা গড়ার মেটিরিয়াল তৈরীর জন্য প্রথমে প্লাস্টিককে কেটে কুচিকুচি করে তাকে মেশানো হয়েছিল উত্তপ্ত বিটুমিনের সাথে| প্লাস্টিক দূষণ রোধ করার জন্য এবং এরসাথেই শক্তপোক্ত একটি রাস্তা তৈরির জন্যই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত| ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী, প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরী রোড অতিরিক্ত গরম এবং জল দুইই খুব ভালোভাবে সহ্য করতে পারে| জানা গেছে, এইবর্জ্য দিয়ে তৈরী রাস্তা তৈরির জন্য খরচও হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই কম| আর এই রাস্তা মেন্টেন করাও খুব কষ্টের কাজ নয়| গুয়াহাটির সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...