'গুপি গাইন বাঘা বাইন' ছবি মানেই বাংলা চলচ্চিত্র জগতের এক ল্যান্ড মার্ক ছবি। বাঙালির হৃদয় জুড়ে এখনো বিরাজ করে গুপী বাঘার কেমেস্ট্রি। বাঙালির আইকন সত্যজিৎ রায়ের ছবি 'গুপি গাইন বাঘা বাইন' অর্ধশত বর্ষ পার করলো। আর এই ছবি দিয়েই শুরু হতে চলেছে ২৪ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। এই বছরের ফিল্ম ফেস্টিভাল শুরু হতে চলেছে নভেম্বর মাসের ১০ তারিখে। চলবে ১৭ তারিখ অবধি। ১৯৯৫ সাল থেকে চলা এই ফিল্ম ফেস্টিভাল ভারতের দ্বিতীয় প্রাচীনতম ফিল্ম ফেস্টিভাল। উপেন্দ্রকিশোর রায়চৌধুরির লেখা বই থেকে সংকলন করে সত্যজিৎ রায় 'গুপি গাইন বাঘা বাইন' ছবিটি তৈরী করেন। ছবির চরিত্র থেকে শুরু করে ছবির গল্প কোনো কিছুকেই ধরে রাখা যায়না কোনো সময় এর মধ্যে। সর্বত শীর্ষে থাকা এই ছবিটি এবারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে আকর্ষণীয় বিষয়।