গান গুপীর রক্তে। কিন্ত তার মা তাকে গান গাইতে দিতে চায় না। কে এই গুপী? কেনই বা তাকে তার মা গান গাইতে দেয় না? সেই প্রশ্নের জবাব দিতেই জি বাংলা অরিজিনালসে আসছে নতুন ছবি 'গুপী গায়েন'। বিষয়টা তা হলে খোলসা করি। গুপীর ঠাকুরদা ভাল নামজাদা ধ্রুপদী সংগীত শিল্পী ছিল। গুপীর বাবাও ভাল গান গাইত। কিন্ত সেভাবে কিছুই করে উঠতে পারেনি জীবনে। শুধু তাই নয়, অনেক কম বয়সে সে মারাও যায়। গুপীর মায়ের তাই সব রাগ গানের প্রতি। তার দুর্ভাগ্যের সব দোষ সে চাপায় গানের উপরে। কিন্তু গুপীর মন পড়ে থাকে গানের সুরে। এবার কী করবে সে? সে তার অভিন্নহৃদয় বন্ধু মন্টাকেই তার গান শোনায়। গুপীর প্রতিভা চাপা পড়ে থাকে না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে তাকে গান গাইতে ডাকে শিক্ষক ভূতেশ্বরবাবু। এলাকার রিয়েল এস্টেট ব্যবসায়ী দাস বাবুর ছেলে কেদারের বদলে গুপীর জায়গা হয় মঞ্চে। না, আর বাকিটা বলে দিলে ছবি দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। এরপর কী হবে বা হতে পারে তা জানতে হলে দেখতে হবে 'গুপী গায়েন'। ছবির নাম 'গুপী গায়েন' কেন, সেটিও বোঝা যাবে ছবিটি দেখার পরই।
তবে এই ছবির মাধ্যমেই সারেগামাপা'র পরের সিজনের অডিশন কবে হতে চলেছে সেই খবর দেওয়া হবে। আর সেটা দেবে ভূতেশ্বরবাবু।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য প্রমুখ। গুপীর চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়। পরিচালক রাজদীপ ঘোষ। গল্প লিখেছেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন চাঁদ। ক্যামেরায় চিত্রভানু বসু। সংগীত পরিচালক সৈকত চট্টোপাধ্যায়। কস্টিউম ডিজাইনার জয়ন্তী সেন। সম্পাদনায় শুভজিৎ সিংহ।
২৪ মার্চ দুপুর ১ টায়, জি বাংলা অরিজিনালসে দেখুন 'গুপী গায়েন'।