এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার মুঘল যুগের কামান

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ভল্ট থেকে পাওয়া গেল মুঘল যুগের কামান। কামানের সাথে দুটি গোলাও পাওয়া গেছে বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের মধ্য ও আধুনিক ইতিহাস বিভাগ থেকে এই শতাব্দী প্রাচীন সমরাস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান যোগেশ্বর তেওয়ারি জানিয়েছেন, কামানটির ওজন ৪০ কেজি এনং গোলা দুটির প্রত্যেকটির ওজন ২০ কেজি। সূত্রের খবর, উদ্ধারিত কামান ও গোলাগুলি আপাতত বিভাগীয় মিউজিয়ামে রাখা হবে। তিনি আরও জানিয়েছেন, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় বিশ্ববিদ্যালয় ভবনটি ব্যবহার করত ইন্ডিয়ান প্রেস। সেই সময় থেকেই কামান ও কামানের গোলাগুলি এই ভবনে সংরক্ষিত রয়েছে বলে তাঁর ধারণা।

বর্তমানে ইতিহাস বিভাগের পিয়ন হিসেবে নিযুক্ত আছেন সৈয়দ আলি। গত কয়েক বছর ধরেই মহাফেজখানায় সংরক্ষিত কামান ও গোলাগুলি সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন তিনি। এ নিয়ে বলতে গেলে, সে সময় তাঁর কথা কেউ বিশ্বাস করেননি। পরে তেওয়ারি দায়িত্বে আসলে কামানটি বের করতে বলেন সৈয়দ’কে। ভবন মেরামত প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি তা নিরাপদে হেফাজতে রাখেন।

বিশেষজ্ঞদের মতে, পঞ্চদশ ও ষোড়শ দশকে নির্মাণ করা হয়েছিল এই কামান। এ বিষয়ে আরও জানতে বিস্তারিত বিভাগীয় গবেষণা করা হবে বলে স্থির করা হয়েছে।

  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...