'অব্যক্ত'র পর এবার 'গুলদাস্তা'। নবীন পরিচালক অর্জুন দত্ত'র প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি 'অব্যক্ত' সাড়া ফেলেছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। পরিচালকের বড় পর্দায় দ্বিতীয় জার্নি শুরু হল 'গুলদাস্তা' দিয়ে। তিনজন নারীর তিন রকমের ক্রাইসিস এই ছবির মূল বিষয়। এরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু কী ভাবে তা খোলসা করেননি পরিচালক। এই তিন নারীর চরিত্রে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এ ছাড়াও রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, ইশান মজুমদার। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অভিজিত গুহকে।
অর্পিতা এবং অনুভব ছিলেন অর্জুনের প্রথম ছবিতে। স্বস্তিকার চরিত্রের নাম ডলি, অর্পিতা থাকছেন শ্রীরূপার চরিত্রে, রেনুর চরিত্রে দেবযানী চট্টোপাধ্যায়। অনুভবের চরিত্রের নাম টুকাই, অনুরাধার চরিত্রের নাম রিয়া আর ইশান মজুমদারের চরিত্রের নাম অর্ণব। অর্পিতা চট্টোপাধ্যায়ের স্বামীর চরিত্রে ধরা দেবেন ইশান।
পরিচালক জানান-"গুলদাস্তা মানে ফুল। এখানে তিনটি ফুল হল ডলি, রেনু এবং শ্রীরূপা। কে কোন ফুলের বৈশিষ্টে ভরপুর জানা যাবে ছবিটি দেখলে।"
খুব শীঘ্রই শুটিং শুরু হবে ছবির। সামনের বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা 'গুলদাস্তা'র- এমনটাই জানালেন পরিচালক। প্রযোজনায় 'রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেনমেন্ট'। প্রযোজনা সংস্থার এটিই প্রথম কাজ বড়পর্দায়।