নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল গ্রিটা থানবার্গের নাম। সারা বিশ্বে জলবায়ু সচেতনতা আন্দোলনের মুখ হয়ে উঠেছে ষোল বছরের এই স্কুল পড়ুয়া। রাইট লাইভলিহুড) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন সুইডিশ কিশোরী জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গসহ চারজন। আগামী সপ্তাহেই চূড়ান্ত ফলাফল জানা যাবে।
নিজের টুইটারে হ্যান্ডেলে '১৬ বছর বয়সী অ্যাসপার্গার সিনড্রোমে আক্রান্ত জলবায়ু কর্মী' হিসেবে পরিচয় দেয় গ্রিটা। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিশোর-কিশোরীদেরও একজন সে।
২০১৮ সালের আগস্ট টানা তিন সপ্তাহ ধরে ধরে সুইডিশ পার্লামেন্টের সামনে বসে থাকেন গ্রেটা থানবার্গ। বিশ্বকে জলবায়ু স্ংকট সম্পর্কে সচেতন করে তুলতেই ষোল বছরের গ্রিটা এভাবেই প্রতিবাদের পথ বেছে নেয়। এ বিষয়ে সব চেয়ে বড় মাপের আন্দোলনটি সংগঠিত হয় ১৫ মার্চ, শুক্রবার। এই আন্দোলনের নাম হয় ' ফ্রাইডেজ ফর ফিউচার'।
গ্রিটা তার কর্মকাণ্ডের কথা ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার কথা। #FridaysForFuture ট্রেন্ডের মাধ্যমে স্কুলগুলোতে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। সেই আন্দোলন ক্রমশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
গ্রিটা থানবার্গের সমর্থনে জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ ১০৫টি দেশের ১,৬৫৯টি স্থানে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা এবং প্রয়োজনীয় নীতি গ্রহণের দাবিতে বিক্ষোভ ও মিছিল করে।