দুজনেই আন্দোলনের মুখ। দুজনকেই বারবার পড়তে হয়েছে বিপদের মুখে।
জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।
সম্প্রতি মুখোমুখি হলেন দু’জনে। সৌজন্য বিনিময়ও হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর উচ্ছ্বসিত নেটিজেনরা।
অক্সফোর্ড কলেজের লেডি মার্গারেট হলে মিলিত হয়েছিলেন গ্রেটা এবং মালালা।
নিজেদের আন্দোলন শিক্ষা, পরিবেশ এবং বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করেন তাঁরা।
দুজনেই অত্যন্ত খুশি এই সাক্ষাৎ নিয়ে।
মালালার সঙ্গে ছবি পোস্ট করে আবেগপ্রবণ গ্রেটা লেখেন, তাঁর জীবনের রোল মডেল মালালার দর্শন পেয়ে আপ্লুত৷
So... today I met my role model. What else can I say? @Malala pic.twitter.com/n7GnXUngov
— Greta Thunberg (@GretaThunberg) February 25, 2020
সুইডেনের ১৭ বছর বয়সী গ্রেটা থানবার্গ ব্রিস্টলের একটি স্কুলে জলবায়ু আন্দোলনে অংশ নিতে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে জলবায়ু সংকট ও প্রতিবাদ সম্পর্কে কথা বলেন।
২২ বছর বয়সী মালালা তার নিজের ইনস্টাগ্রামে দুইজনের ছবি পোস্ট করেছেন। থানবার্গকে উদ্দ্যেশ্য করে লেখেন, আপনাকে ধন্যবাদ। লাইক করেছেন সাড়ে তিন লক্ষেরও বেশি ইউজার।
পাকিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি আদায়ের জন্য প্রচার চালানোর সময় তালিবানি হামলার মুখে পড়েন মালালা। তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়।
২০১৪ সালে নারী শিক্ষার জন্য যে বিশ্ব ব্যাপি যে আন্দোলন গড়ে উঠেছিল তার মুখ ছিলেন মালালা। তারই পরিপ্রেক্ষিতে কনিষ্ঠ তম প্রার্থী হিসেবে নোবেল শান্তি সম্মান পান। মালালা ইউস্যুফজাই বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠরত৷
জলবায়ু আন্দোলনকর্মী হিসেবে গ্রটা থানবার্গ ২০১৯ এবং ২০২০ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল।
দুই প্রতিবাদী মুখকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বাসিত নেটিজেনরা। তাঁরা লিখেছনে গ্রিটা আর মালালা এই পৃথিবীর আশার আলো, অনুপ্রেরণা। তাদের মতো মেয়ে আরও বেশি করে দরকার।
কলেজের অধ্যাপক অ্যালান রসব্রিজার নিজের ইনস্টাগ্রাম ও টুইটারে থুনবার্গের একটি ছবি পোস্ট করেছেন এবং বলেছেন যে, তিনি থানবার্গের হোস্ট হয়ে সম্মানিত হয়েছেন এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য সময় পেয়েছিলেন বলে কৃতজ্ঞ।