গ্রীনল্যান্ডের নাম শুনলেই চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে তা হল 'বরফ'। গ্রিনল্যান্ড বরফের দেশ। আর তা নিয়েই এবার ভয়ানক তথ্য প্রকাশ্যে এল। বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডে বরফ গলতে শুরু করেছে, বরফ গলে প্রায় ১ বিলিয়ন টন জল সমুদ্রে গিয়ে পড়ছে, যা ৪.৪ লক্ষ অলিম্পিক সুইমিং পুলের সমান।
সাধারনত গ্রীষ্মকালেই গ্রীনল্যান্ডে বরফ গলতে শুরু করে, এ বছর মে মাসের শেষ থেকেই শুরু হয়েছে বরফ গলা। গত চার মাসে নিরবচ্ছিন্নভাবে চলেছে এই প্রক্রিয়া। বিজ্ঞানীরা মনে করছেন গ্লোবাল ওয়ার্মিং-এর জেরেই এই ঘটনা ঘটছে। শুধু জুলাইতেই ১৯৭ বিলিয়ন বরফ হারিয়েছে গ্রীনল্যান্ড, যা প্রায় ৮০ লক্ষ অলিম্পিক সুইমিং পুলের সমান।
গত কয়েক সপ্তাহে ইউরোপের আবহাওয়ার আমুল পরিবর্তনে তীব্র দাবদাহে নাকাল হয়েছেন সেখানকার মানুষ। ইউরোপে জুলাই মাসে এমন উষ্ণতা বৃদ্ধি ইতিহাসে আগে কখনও ঘটেনি। এই গরমের প্রভাব গ্রীনল্যান্ডে গিয়েও পড়েছে, ফলে বৃহৎ পরিমাণে বরফ গলতে শুরু করেছে। গ্রীনল্যান্ডের এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ভয়ে আতঙ্ক প্রকাশ করেছেন।
This is a roaring glacial melt, under the bridge to Kangerlussiauq, Greenland where it's 22C today and Danish officials say 12 billions tons of ice melted in 24 hours, yesterday. pic.twitter.com/Rl2odG4xWj
— Laurie Garrett (@Laurie_Garrett) August 1, 2019
আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এ বছর গ্রীনল্যান্ডে বৃহৎ পরিমাণে হিমবাহ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। কোথাও ০.১ মিলি মিটার আবার কোথাও ০.০০২ ইঞ্চি জলস্তর বেড়েছে। গ্রীনল্যান্ডের এই বরফ গলনের ফলে এখনও পর্যন্ত মোট ১ হাজার কোটি টন জল বেড়ে গিয়ে তা আটলান্টিক মহাসাগরে এসে পড়েছে। জলস্তরের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্বের অনেক অঞ্চল ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীমহল।