আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, দক্ষিন দিনাজপুরের পর এবার দার্জিলিঙে গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছে রাজ্যসরকার| মূলত পাহাড়ে পিছিয়ে পড়া নিম্নবিত্তদের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যসরকার| এই বিশ্ববিদ্যালয় তৈরী হলে পাহাড়ে কর্মসংস্থান বাড়বে ও শিক্ষায়তন বাড়বে বলে আশা করা হচ্ছে| এই গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য বহুদিন ধরেই দাবি উঠছিল| পাহাড়ের সংস্কৃতি ও সামাজিক বিষয় সমূহও এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে| এছাড়াও দার্জিলিঙের সমস্ত কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার কথাও ভাবা হচ্ছে|ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর কথা ভেবে পাহাড়ে উন্নতির জন্য সবরকম প্রয়াস নিয়েছেন যার মধ্যে এই প্রকল্প অন্যতম বলা চলে|