এক অভিনব উদ্যোগে এবার মেতে উঠল মহেশতলার ‘গ্রিনফিল্ড সিটি’। বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের সমাজ সেবামূলক এবং সাংস্কৃতিক কাজে লিপ্ত হন এখানকার সদস্যরা। তবে, এবার একটু অন্য পথে হাঁটলেন তাঁরা। বৃক্ষরোপণ, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি রান্নার ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপটি করান কালিনারি আর্টিস্ট পাঞ্চালি দত্ত। এদিন এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন সেই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার নামকরণ করা হয় - 'কড়াইতে লড়াই‘। বিচারকের ভূমিকা পালন করতে হাজির ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী, খ্যাতনামা শেফ রঙ্গন নিয়োগী, রেডিও জকি পামেলা, কালিনারি আর্টিস্ট পাঞ্চালি দত্ত, ফুড ব্লগার সূর্যতপা ভট্টাচার্য।
অনুষ্ঠানে একটি এন জি ও’র হাতে অনুদান তুলে দেয় ‘গ্রিনফিল্ড সিটি’। ‘সহচরী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও গড়ে উঠেছে এই গ্রিন ফিল্ড সিটি’তে।