শহরে সবুজের ছোঁয়া

শহরের ঘিঞ্জি পরিবেশের মধ্যে এবার চোখ পাবে সবুজের স্পর্শ।এমনই এক অভিনব পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে সব দিক ঠিক থাকলে আগামী ১লা মার্চ গার্ডেনরিচে উদ্বোধন হতে চলেছে একটি উদ্যান। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম উদ্বোধন করতে চলেছেন এই উদ্যান এমনটাই জানা গিয়েছে। এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি জানান, যেহেতু গার্ডেনরিচের মতো ঘিঞ্জি জায়গায় বাচ্চারা খেলাধুলোর সুযোগ পায় না, তাই একথা মাথায় রেখে তাদের জন্য এই বিশেষ উদ্যান তৈরি করা হচ্ছে। পুরসভার গার্ডেনরিচে এমন পরিত্যক্ত জায়গা খুঁজে বার করে উদ্যান নির্মাণের পরিকল্পনা হয়েছে।জানা গিয়েছে, কাচ্চি সড়ক মোড়ের কাছে গার্ডেনরিচ রোডের পাশেই এই উদ্যান নির্মাণ হচ্ছে। ছোটদের খেলার বিভিন্ন সামগ্রী ও বসার জন্য কাঠের আসন তৈরি করা হচ্ছে। প্রায় পাঁচ হাজার বর্গফুট জুড়ে এই উদ্যান নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৩৫ লক্ষ টাকা। এই বিষয়ে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল জানিয়েছেন, গার্ডেনরিচের, মেটিয়াবুরুজ এলাকায়  উদ্যান নেই প্রায়। তাই একমাত্র মেটিয়াবুরুজ এলাকার ওই স্থানটি পরিত্যক্ত ছিল।তবে সম্প্রতি ওই নির্মীয়মাণ উদ্যান সম্পকর্কে জানা যায়,  সেখানে আধুনিক বাতিস্তম্ভ বসানোর কাজ প্রায় শেষের পথে।এখন বাচ্চাদের খেলার জন্য খেলনা বসানোর কাজে ব্যস্ত কর্মীরা।তবে পুরসভা সূত্রের জানা গিয়েছে, কৃত্রিম ট্রেন ছাড়াও তিন-চার রকমের খেলার সামগ্রী সেখানে বসানো হবে। শিশুদের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষার জন্য নির্মীয়মাণ উদ্যানের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বাঘ, সিংহ, মিকি মাউস থেকে শুরু করে স্পাইড্যারম্যানের ছবি। তবে উদ্যান দফতরের এক পুর ইঞ্জিনিয়ার এই বিষয়ে জানান যে, এই বাগানটিতে বড়দের হাঁটার জন্যও পথ তৈরি করা হয়েছে। যেখানে সকাল-বিকেল বয়স্করাও গিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন।যা সকলের জন্য বেশ মনোরঞ্জনের স্থান হয়ে উঠবে এমনটাই মনে করা হচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...