ই-বর্জ্য থেকে তৈরী হচ্ছে অলিম্পিক মেডেল

টোকিও অলিম্পিক সংগঠক কমিটির তরফে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালে জাপানের টোকিও'তে যে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেম্স্ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ই-বর্জ্য থেকে সংগৃহিত সোনা-রুপোর মেডেল দেওয়া হবে অলিম্পিক জয়ী খেলোয়াড়দের।

                   সমগ্র বিশ্ব থেকে প্রতিযোগিরা আসবেন এই খেলায় যোগ দিতে। খেলার নিয়মমতো প্রত্যেক খেলার প্রথম তিনজন বিজেতাকে পুরস্কৃত করা হয়। উদ্যোক্তাদের হিসেবে বলছে, সব মিলিয়ে পাঁচ হাজার পদক লাগবে। স্বাভাবিকভাবেই সোনা, রুপো এবং ব্রোঞ্জ দিয়ে ওই বিপুল সংখ্যক মেডেল তৈরী করতে যথেষ্ট খরচ হয়। সেই জন্যে ২০১৭ সালে উদ্যোক্তারা পরিকল্পনা নিয়েছিলেন, বৈদ্যুতিন বর্জ্য থেকেই মেডেল তৈরির সোনা, রুপো, ব্রোঞ্জ তৈরী করা হবে। এর ফলে মেডেল তৈরির খরচও যেমন কমানো যাচ্ছে, তেমনি পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে ই-বর্জ্যেরও সঠিকভাবে ব্যবহার হচ্ছে

                   অলিম্পিক সংগঠক কমিটির পক্ষ থেকে এর জন্য ২০১৭ সালের প্রথম দিকেই 'টোকিও ২০২০ মেডেল প্রকল্প' চালু করা হয়েছিল। সেখানে দেশের জনগনের কাছে আবেদন করা হয়, তাঁদের ব্যবহৃত এবং পরে বাতিল হওয়া ছোট ছোট বৈদ্যুতিন সামগ্রীগুলি অলিম্পিক উদ্যোক্তাদের দিতে। এই আবেদনে সাড়া দিয়ে জাপানের সাধারণ মানুষ যথেষ্ট আগ্রহ নিয়ে এই প্রকল্পে অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ১৬২১টি পুরসভার মাধ্যমে এই ই-বর্জ্যগুলি সংগ্রহ করা হয়। পুরসভাগুলি বিভিন্ন অনুষ্ঠান করে নগরবাসীর কাছ থেকে তা সংগ্রহ করে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় এই বর্জ্য সংগ্রহের জন্য বিশেষ ডাস্টবিন তৈরী করা হয়েছিল। সেখান থেকেও প্রচুর ই-বর্জ্য সংগ্রহ করা গেছে। একইসঙ্গে একটি বেসরকারি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে এই কাজে নিযুক্ত করা হয়। উদ্যোক্তাদের তরফ থেকে জানা গেছে, ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ই-বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল। এই কাজের জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল মোবাইল ফোনের ওপর। তাঁরা আরও জানিয়েছেন, ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ প্রায় দু'বছর এই ই-বর্জ্য সংগ্রহ করা হয়েছে।

সব মিলিয়ে ৭৮ হাজার ৯৮৫ টন বর্জ্য সংগ্রহ করা হয়। এছাড়াও উক্ত বেসরকারি সংস্থার পক্ষ থেকে তাদের বিভিন্ন আউটলেটের মাধ্যমে ৬২ লক্ষ ১০ হাজার মোবাইল সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী তৈরী করতে খুব অল্প পরিমানে হলেও সোনা, রূপো, ব্রোঞ্জ ব্যবহার করা হয়। সেগুলিই সংগ্রহ করা হচ্ছে ওই সমস্ত ই-বর্জ্য থেকে। এই কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছে অলিম্পিক কমিটি। মোট ৩২ কেজি সোনা, ৩৫০০ কেজি রুপো এবং ২২০০ কেজি ব্রোঞ্জ উদ্ধার করা হচ্ছে। এগুলি থেকেই ওই পাঁচ হাজার মেডেল বানানো হবে।

                     এই অভিনব উদ্যোগের ফলে নতুন অলিম্পিক যেমন খেলায় আমাদের রুদ্ধশ্বাস কিছু রেকর্ড উপহার দেবে তেমনি, মেডেল নির্মাণেও তাক লাগিয়ে দেবে তা বলাই বাহুল্য।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...