১৬ মিনিটে গ্রিন করিডর

আরো একবার কলকাতায় গ্রিন করিডরের মাধ্যমে হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্ন হল। মুম্বই-এর একটি হাসপাতাল থেকে কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ১৬ মিনিটের মধ্যে হার্ট পৌঁছল একজন ৪৪ বছর বয়স্ক রোগীর হৃদয় প্রতিস্থাপনের জন্য। রিজিওনাল অর্গ্যান এন্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন্স (রোটো) এবং কলকাতা পুলিশের সাহায্যে কলকাতা বিমানবন্দর থেকে আনন্দপুরে ১৬ মিনিটের মধ্যে গ্রিন করিডরের মাধ্যমে হার্ট নিয়ে আসতে সক্ষম হল কলকাতা। কলকাতা পুলিশ নিজস্ব টুইটারে ট্যুইট-ও করেছে, "মাত্র ১৬ মিনিটে এয়ারপোর্ট থেকে আনন্দপুরে গ্রিন করিডরের মাধ্যমে একজন ডোনারের হার্ট প্রতিস্থাপনের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে"

  মুম্বই নিবাসী ১৬ বছর বয়সী এক কিশোরের ব্রেন ডেথ হয়ে গেলে, তার পরিবার অঙ্গদানের প্রতিশ্রুতি দেয়। মুম্বই-এর হাসপাতালে ডঃ অসীমা ভেলটকরের নেতৃত্বে একদল ডাক্তার মঙ্গলবার সন্ধ্যে ৬.৩০টায় ওই কিশোরের হার্টটি সংগ্রহ করে সংরক্ষণ করেন। তারপর সে রাতেই হাসপাতাল থেকে মুম্বই এয়ারপোর্ট-এ আসে ওই সংরক্ষিত হার্ট। রাত ৮.৩০টায় মুম্বই থেকে প্লেন ছেড়ে রাত ১০.১৭ মিনিটে কলকাতায় পৌঁছয়। সেখান থেকে ১৮ কিমি গ্রিন করিডোরের মাধ্যমে মাত্র ১৬ মিনিটে ওই হার্ট আনন্দপুরে পৌঁছে যায়। রাত ১২.৩০তেই তা কলকাতার অনুশা অধিকারীর অঙ্গে তা প্রতিস্থাপন করা হয়। গোটা ব্যাপারটি সম্পন্ন হয়েছে ভোর ৩.০০ টের মধ্যে। বুধবার সকালে সম্পূর্ণ হার্ট ট্রান্সপ্লান্টের কাজ সম্পন্ন হয়। ডঃ কে এম মানদানা এবং ডঃ তাপস রায়চৌধুরীর নেতৃত্বে অনুশা অধিকারীর হৃদয় প্রতিস্থাপন সম্পন্ন হয়। আপাতত রোগী স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে হাসপাতালের তরফে। তবে রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডঃ মানদানা। তিনি চান এভাবেই যেন সকলেই অঙ্গদানে এগিয়ে আসেন, যাতে অপর একজন প্রাণ ফিরে পান সেই দান করা অঙ্গের মাধ্যমে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...