কলকাতায় গড়ে উঠতে পারে গ্রিন সিটি

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর শহর কলকাতার মধ্যেই তৈরী হবে আরো একটি শহর। আসলে শহরে সবুজ কমে আসছে তা একবাক্যে স্বীকার করছেন সকলেই। যত দিন যাচ্ছে দূষণ বেড়ে যাচ্ছে। অনেক সময় তো দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে কলকাতার দূষণ। তার জন্যই বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে। আসলে শহরে যত সবুজ বাড়ানো যাবে, ততই যেমন চোখের, মনের আরাম হবে তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত শহর উপহার দেওয়া যাবে।

                    এই ভাবনা থেকেই পুর ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে ১০০ একর জায়গার ওপর তৈরী করা হবে গ্রিন সিটি। কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত আলিপুর জেল ও প্রেসিডেন্সি জেলের স্থানান্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আলিপুর জেল ইতিমধ্যেই বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। এই দুটি জেলের মিলিত জমির পরিমাণ প্রায় ১০০ একরের বেশি। এখন জেলের ৩০ শতাংশ জমি হেরিটেজ অংশ। নবান্ন সূত্রে খবর, হেরিটেজ অংশটিতে মিউজিয়াম হবে। আন্দামানের সেলুলার জেল যে ধরনের তৈরী করা হয়েছে, সেই ধাঁচেই গড়ে তোলা হবে এই সংগ্রহশালাকে। জেলের হেরিটেজ অংশকে আলাদা করে বাঁচিয়ে রেখে বাকি অংশে হবে গ্রিন সিটি। সূত্রের খবর, গ্রিন সিটি তৈরির ব্যাপারে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য পরামর্শদাতা নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পরামর্শ পাওয়ার পর তা মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হবে এবং মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই দক্ষিণ কলকাতায় নতুন সবুজ নগর গড়ার কাজে হাত দেবে পুর ও নগরোন্নয়ন দফতর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...