লকডাউন সুখী হয় রমণীর গুণে

প্রাণ তিন মাস হতে চলল লকডাউনে ঘরবন্দী মানুষ। চেনা জীবনের ছন্দ হারিয়ে সবই যেন থমকে!

মন খারাপ আর এক ঘেঁয়েমি কাটাতে অনেকেই বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। কিন্তু যাদের জীবন বহু আগে থেকেই ঘরবন্দী, যাদের হাতের ছোঁয়ায় ঘরটা ঘর হয়ে ওঠে তাঁরা কিন্তু আড়ালেই থেকে যান। একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায় ‘গৃহবধূ’।

লকডাউনে তাঁদের প্রতিভাকেই সামনে আনল তানভীর খানের প্রতিষ্ঠান কুইন্স এন্টারটেইনমেন্ট। ‘ হোমমেকার’ দের নিয়ে ডিজিটাল প্লাটফর্মে এক অভিনব প্রতিযোগিতার আসর। আয়োজন করা হয়েছিল সংস্থার ফেসবুক পেজে।

ঘরকন্নার দুনিয়াকে আপন করতে গিয়ে যারা হারিয়ে ফেলেছেন নিজেদেরকে। তাঁদের হারানো সত্ত্বাকে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ।

অভূতপূর্ব সাড়া মিলেছিল। গান-নাচ-আনন্দে ভরিয়ে উঠেছিল ফেসবুক পেজ।

বিচারকের আসনে চাঁদের হাট। মিস কলকাতা লোপামুদ্রা মন্ডল, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, Assorted Motion Pictures- এর ডিরেক্টর এবং প্রোডিউসার অরিত্র দাস, Pageant & Personality Trainer পায়েল ভার্মা।

বিচারকদের কাজটা মোটেই সহজ ছিল না। প্রথম নক্ষত্র হিসেবে উঠে আসে সুস্মিতা ঘোষের নাম। দ্বিতীয় হন রিনা সেন। তৃতীয় প্রিয়াঙ্কা চৌধুরী। মানুষের বিচারে Most Popular Viewers Choice জিতে নেন বন্দনা শর্মা।

লকডাউনের ডিপ্রেশনকে হারিয়ে এভাবেই ভেঙে যায় সুপ্ত প্রতিভার ঘুম!

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...