আসছে "কলের গান"

কলের গান বাঙালির নস্ট্যালজিয়ার আরেক নাম। একটা সময় ছিল যখন শান্ত দুপুরে ঢিমে তালে কলের গান চালিয়ে আবেশে চোখ বন্ধ করতেন আমাদের পূর্বপুরুষরা। কিন্তু যুগ বদলেছে, এসেছে এমপিথ্রী প্লেয়ার, সিডি, ডিভিডি, সাউন্ড সিস্টেম প্রভৃতি। হারিয়ে গেছে সাধের কলের গান। হয়তো বর্তমান প্রজন্ম জানেও না কলের গান কি জিনিস। তাই বড় পর্দায় আসতে চলেছে প্রণব মুখার্জি রচিত ও নির্দেশিত ছবি "কলের গান"-এ। অভিনয়ে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চৈতি ঘোষাল, ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং অনুরাধা রায়। ছবির গল্পটি ঠিক এরকম, ৭০ বছর বয়স্ক চন্দ্রকান্ত সারাদিন গ্রামোফোনে অর্থাৎ কলের গান শোনেন। সেই নিয়ে তুমুল অশান্তি তার বাড়িতে। বিশেষ করে অশান্তি হয় তার ছেলে আর বৌমার মাঝে। কিন্তু সিনেমার শেষে দেখা যায় সেই বৌমাই আবার অন্য একজনকে বোঝাচ্ছেন গ্রামোফোনের মাহাত্ম। কি এমন ঘটলো যে বৌমা নিজেই বদলে গেলো? জানতে হলে অবশ্যই দেখতে হবে "কলের গান"।     

এটা শেয়ার করতে পারো

...

Loading...