বিশ্ব ব্যাংকের কাছে ঋণ ভারত সরকারের

দেশের উন্নতির ক্ষেত্রে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ভারতে অন্তরভুক্ত প্রকল্পের বিকাশের ক্ষেত্রে  বিশ্ব ব্যঙ্কের কাছ থেকে ১২৫ মার্কিন ডলারের ঋন নেওয়ার যে চুক্তি হয়েছিল তা সাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই ঋণ নেওয়ার প্রধান লক্ষ হল আদিবাসী সমাজের উদ্ভাবন, স্থানীয় পণ্য বিকাশের উন্নতির এবং জৈবপদার্থের বাণিজ্যিকীকরণ প্রক্রিয়ার গতি বাড়ানো। ভারতে বর্তমানে উপরোক্ত বিষয়গুলির উন্নতির জন্য পরিকাঠামোমুলক যে ঘাটতি আছে এই ঋণের অর্থ  থেকে সহজেই কম করা যাবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...