বাড়ি খুঁজছেন নাকি? বেশ! লাগবে মোটে ১০০ টাকা। অবাক হলেও এটাই সত্যি। মিলবে সাজানো বেডরুম, ব্যালকনি, কিচেন, বাথরুম। আবার জানলা খুললেই সাক্ষাৎ হবে মোহময়ী প্রকৃতির অবর্ণনীয় সৌন্দর্যের সাথে। এই একশো টাকার প্রাসাদোপম বাড়ির সুলুক দেব আজ।
এমন সুযোগ করে দিচ্ছে ইতালি সরকার। তবে তার জন্য খরচ হবে ১০০ টাকার সমতুল্য অর্থাৎ ১ ইউরো। রোমের দক্ষিণ-পূর্বে প্রায় ১৪০ কিমি দূরে ইতিহাসের স্মৃতি বহন করে আজও অক্ষত রয়েছে ক্যাস্ট্রোপিগনানো। অধিকাংশ আবাসস্থলই পরিত্যক্ত কিন্তু একেবারে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এখনও। এবার ইতালি সরকারের তরফে সেই সব বাড়িগুলির জন্য নতুন মালিকের খোঁজ শুরু হলো।
আর মাত্র ১ ইউরো অর্থাৎ প্রায় ১০০ টাকাতেই নিলামে উঠছে এইসব সাবেকি বাড়িগুলি! কিনতে চাইলে শহরের মেয়র নিকোলো স্ক্যাপিলতিকে ইচ্ছুক ব্যক্তির ব্যক্তির পরিচয় ও ইচ্ছা বার্তা মেলের মাধ্যমে জানালেই চলবে। তবে শর্ত একটাই। মালিকানা পাওয়ার তিন বছরের মধ্যে নিজ উদ্যোগে সংস্করণ করতে হবে বাড়িগুলি। অথবা চাইলে সরকারের কাছে জমা রাখতে পারেন ২০০০ ইউরো বা লাখ দুয়েক টাকা। সরকারই প্রয়োজনীয় সংস্করণ করে আপনার হাতে তুলেদেবে সেই বাড়ি।
কিন্তু সরকারি তরফে এই উদ্যোগের কারণ হল ঐতিহাসিক এই শহরটির বর্তমান জনসংখ্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তার কারণেই অধিকাংশ বাসিন্দা বাড়ি খালি রেখেই চলে যায় এই অঞ্চল থেকে। যার ফলে আজ জনসংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ৯০০-তে। তাও তাঁদের ৬০ শতাংশেরও বেশি ব্যক্তির বয়স সত্তরোর্ধ্ব। ফলে নগরীর প্রাণ ও ঐতিহ্য ফেরাতেই এই উদ্যোগ। আপাতত প্রায় ১০০টি পরিত্যক্ত বাড়ি তালিকাভুক্ত করে প্রতিটি বাড়ির বিবরণ দিয়ে তৈরি হয়েছে ক্যাটালগও। সরকারি ওয়েবসাইট থেকে যাতে নতুন মালিকরা পছন্দের ঠিকানা খুঁজে নিতে পারেন সেই ব্যবস্থাও হয়েছে।
ইতিমধ্যেই মেয়র নিকোলো বাড়িগুলির পুরনো মালিকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িগুলির পুনর্নির্মাণ অথবা বাড়ির স্বত্ব তুলে দেওয়ার অনুরোধ জানান। সম্মতি জ্ঞাপক মেলও এসেছে তাঁর কাছে । চারদিকে সবুজে ঘেরা, মেঘ, পাহাড় আর সমুদ্রের মিশেলে এমন স্বর্গরাজ্যের হদিশ খুব সহজে পাবেন না। তাই চাইলে এমন মালিকানার কথা ভেবে দেখতে পারেন।