গোত্র’র নতুন গান গান্ধীজির পছন্দের ‘বৈষ্ণব জন তো’

২৩ অগাস্ট দর্শক দরবারে আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গোত্র’। একে একে সামনে আসছে ছবির মনোগ্রাহী সব গান। সামনে এল আরও একটি- ‘বৈষ্ণব জন তো’। মহাত্মা গান্ধীর সবথেকে প্রিয় ভজন ছিল এটি। জানা যায় একাধিকবার কারাগারে থাকাকালীন এই ভজনটি শুনতেন তিনি। 

পঞ্চদশ শতকে গানটি গুজরাটি ভাষায় লেখেন নরসিং মেহতা। এরপর দেশে বিদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে ব্যবহৃত হয়েছে এই গান। ১৯৮২ সালে রিচার্ড অ্যাটেনবরোর ছবি ‘গান্ধী’তে গানটি শোনা যায়। এরপর কমল হাসান পরিচালিত এবং অভিনীত ‘হে রাম’, দীপা মেহতা পরিচালিত ‘ওয়াটার’ ছবিতেও এই গানের ব্যবহার লক্ষ্য করা যায়। পিছিয়ে রইল না ‘গোত্র’ও। গুজরাটি ভাষার ‘বৈষ্ণব জন তো’-কে বাংলায় লিখলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটির ইংরেজি অনুবাদ থেকে বাংলায় তা রূপান্তর করলেন তিনি। সঙ্গীতায়োজনে শোভন মুখোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...