সামনে এল ‘গোত্র’র প্রথম গান

গল্পের কেন্দ্রে শুধুই নাম-গোত্র নয়, রয়েছে একটি দুষ্টু মিষ্টি প্রেমের ছোঁয়াও। আর তা জানা গেল ছবির প্রথম গান নীল দিগন্ত’র দৌলতে। যেখানে ঝুমা পাল অর্থাৎ মানালি দে বেশ খোশমেজাজে ছুটে বেড়াচ্ছেন, নাচছেন, প্রেমিককে রং মাখাচ্ছেন, দোকান সামলাচ্ছেন,  আবার প্রেমিককে স্কুটির পিছনে বসিয়ে ছুটে চলেছেন। বাপ রে বাপ! শুরু থেকে শেষ পুরোটাই এন্টারটেইনিং। এই গানে নাচতে দেখা গেল অনসূয়া মজুমদারকে। ব্যাপারটা এমন যে মানালি তাঁকে নাচ শেখাচ্ছেন। অনসূয়া মজুমদারের নৃত্যশৈলিতে মুগ্ধ হবেন দর্শক।

গোত্র’-তে যে প্রেমের ঝলক আমরা দেখব তাতে স্থিরতা এবং অস্থিরতা দুইই আছে। গানেই বোঝা গিয়েছে সেটা। কারণ তারেক আলি অর্থাৎ নাইজেল আকারার হাসতে বেশ কষ্ট তা স্পষ্ট।

নাইজেলকে পিছনে বসিয়ে মানালির স্কুটি নিয়ে ছুটে চলা উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’র কথা মনে করিয়ে দিল এক লহমায়। বলা বাহুল্য, যে কোনও মানুষেরই তেমনটা মনে হতে বাধ্য।

গানের সঞ্চারী পর্বে রয়েছে ওডিসির কম্পোজিসন। মধ্যমণি মানালি বা ঝুমা পাল। আর তাকে অপলকে দেখছেন নাইজেল অর্থাৎ তারেক। গানটির পরিচালনার দায়িত্বে অনিন্দ্য চট্টোপাধ্যায়। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের ভিতরে রবীন্দ্র সঙ্গীত নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল’ কয়েকটি লাইন অন্য মাত্রা সংযোজন করেছে।   

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...