ক্রিকেট বিশ্বকাপপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা গুগলে

 

শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বযুদ্ধ, থুড়ি বিশ্ব"কাপ"যুদ্ধ। দীর্ঘ চারটি বছরের অপেক্ষার অবসানে ৩০ মে থেকে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ। আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপ-এ অংশ নিয়েছে মোট ১০টি দল। এই বিশ্ব ক্রিকেট আসরের সূচনা হয়েছে ওভাল স্টেডিয়ামে এবং ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা লর্ড'স-এ। এবার ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে সার্চ জায়ান্ট 'গুগল' তাদের সার্চ পেইজ ও অ্যাসিস্ট্যান্টে যুক্ত করেছে নতুন ফিচার। 

এই নতুন ফিচারে গুগল সার্চে সহজেই একজন ব্যবহারকারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যেতে পারবেন। টুর্নামেন্টের হার-জিতের টেবিল, গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের পাশাপাশি আগামী ম্যাচগুলো সম্পর্কেও সহজে জানা যাবে।

গুগল সার্চ অপশনে ‘ICC Cricket World Cup’ লিখলেই এসব তথ্য চলে আসবে আপনার নাগালে। গুগল বাংলাতেও এই সুবিধা চালু করছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ’ লিখলেই ক্রিকেটসংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনি।

গুগল জানায়,  যাঁরা লাইভ খেলা দেখতে পারছেন না, তাঁদের জন্য খেলার সংক্ষিপ্ত ভিডিও হাইলাইটস দেখানোরও ব্যবস্থা রেখেছেন তারা। এ ছাড়া খেলার লাইভ স্কোর দেখার সুবিধা আছে সার্চ অপশন থেকে। মোবাইল ব্রাউজার ও অ্যান্ড্রয়েড গুগল অ্যাপ থেকে এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করেও পাওয়া যাবে বিশ্বকাপ ক্রিকেটসংক্রান্ত তথ্য।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...