সুন্দর পিচাই কে সরিয়ে গুগল-এ নতুন সিইও নিয়োগ?

লিঙ্কড-ইন প্রোফাইলে খবরটা ছড়াতেই তাজ্জব সবাই। গুগলের সর্বোচ্চ পদের (সিইও) চাকরির পদ খালি। ভারতবাসী মাত্রেই জানেন, এতদিন এই পদাধিকারীর নাম ছিল সুন্দর পিচাই। খবর ছড়াতেই  অন্যতম মূল্যবান এই পদের জন্য আবেদন করা শুরু করে বিশ্ববাসী।

যদিও কিছু পরেই জানা যায়, খবরটি ভুয়ো।নেদারল্যান্ডের বাসিন্দা মাইকেল রিন্ডার পরে নিজেই জানান, ভুয়ো কাজ সম্পর্কে মানুষকে সচেতন করতেই ছড়ানো হয়েছে এই খবর।লিঙ্কড-ইনের মত অফিশিয়াল পেজে এভাবে ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর।

যদিও মাইক্রোসফটের লিঙ্কড-ইন প্রোফাইল থেকে কিছু পোস্ট করতে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তাঁর জন্য ধার্য করা আছে মূল্যও। কিন্তু মাইকেল জানান, তাঁর এই ভুয়ো পোস্টে কোনও খবরই লাগেনি।

এই খবরের প্রতিক্রিয়ায় হতবাক বিশ্ববাসী। এখনও অবধি তরুণ কর্মী হিসেবে এই পোস্টের জন্য  অনবদ্য কাজ করছেন সুন্দর। পরে খবর জানাজানি হতে, লিঙ্কড-ইনের তরফে ধন্যবাদ দেওয়া হয় মাইকেলকে।তাঁর সাথেই জানানো হয়, লিঙ্কড-ইন প্রকৃত কাজে খবরের জায়গা।ভুয়ো কোনও খবর দেওয়ার জায়গা না।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...