অ্যালফাবেট থেকে সরলেন প্রতিষ্ঠাতা লেরি পেজ ও সের্গেই ব্রিন

 

 

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের এক ছোট্ট গ্যারেজে শুরু হয়েছিল গুগল। অ্যালফাবেট গুগলের ‘পেরেন্ট কোম্পানি’। গুগল থাকে অ্যালফাবেটের অধীনে। অ্যালফাবেটের আওতায় থাকে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা। সেই  অ্যালফাবেটের রোজকার কাজকর্ম দেখাশোনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তাঁরা।

শুরুতে তাঁরা এই গুগলের নাম দিয়েছিলেন 'ব্যাকরাব'। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্সের ছাত্র থাকা অবস্থায় বিশ্ববিদ্যাল্যের প্রোজেক্টের কাজ হিসেবেই শুরু হয়েছিল সার্চ ইঞ্জিনের কাজ। তাঁদের আর এক সহপাঠী সুজান ওজকিকির বাড়ির গ্যারেজ ভাড়া নিয়ে কাজ করতেন তাঁরা। সুজান ওজকিকি গুগল-এর প্রথম ম্যানেজিং ডিরেক্টর। ল্যারি পেজ গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও হন। এই সংস্থার প্রেসিডেন্ট সের্গেই ব্রিন।

 ১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর google.com  ডোমেইনটি রেজিস্টার্ড হয়। সেই সময় তাঁরা  একসঙ্গে ২০ বছর কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

লেরি পেজ ও সের্গেই ব্রিন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে,  "অ্যালফাবেট ও গুগলের আর আলাদা সিইও ও প্রেসিডেন্টের প্রয়োজন নেই।  তাই তাঁরা সরে দাঁড়াচ্ছেন। এখন থেকে গুগলের রোজকার কাজের দায়িত্ব সামলাবেন সুন্দর পিচাই।" 

তবে তাঁরা এখনও বোর্ড সদস্য, শেয়ার অংশীদার এবং সহ প্রতিষ্ঠাতা হিসেবে সংস্থায় থাকবেন। সংস্থার ৫১% শেয়ার পেজ ও ব্রিনের অধীনে। 

গুগল এবং অ্যালফাবেট দুই সংস্থাই পরিচালনা করবেন সুন্দর পিচাই। তাঁদের মতে সংস্থার পরিচালনায় সুন্দর পিচাইয়ের থেকে আর কোনও যোগ্য ব্যক্তি নেই।

অ্যালফাবেট থেকে ল্যারি এবং সের্গেই এর সরে যাওয়া আলোড়ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অ্যাপেল সংস্থা থেকে স্টিভ জোবসের পদত্যাগ মাইক্রোসফট থেকে বিল গেটসের সরে যাওয়ার মতোই তার প্রভাব।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...