গুগল ফিটবিট-কে কিনে নিচ্ছে

ফিটনেস ব্যান্ড এবং স্মার্টওয়াচ প্রস্তুতকারক সংস্থা ফিটবিট-কে কিনে নিল গুগল। শুক্রবার এই ঘোষণা করেন গুগল-এর ডিভাইস ডিভিশনের হেড 'রিক অস্টারলো'২.১ বিলিয়ন ডলারে ওই কোম্পানি কিনেছে গুগল। কিছুদিন আগে থেকেই এই কানাঘুষো শোনা যাচ্ছিল, সেটাই এদিন অফিসিয়ালি ঘোষিত হল। তিনি এদিন বলেন, ফিটবিট-এর সঙ্গে একটি চুক্তির মাধ্যমে গুগল ওই সংস্থাটি অর্জন করল

                টেকনোলজির দুনিয়ায় একটি অগ্রণী সংস্থা হিসেবে ফিটবিট যথেষ্ট ভালই কাজ করছে বলেও জানান অস্টারলো। এই সংস্থা ফিটনেস ব্যান্ড, স্মার্টওয়াচ তৈরির ক্ষেত্রে গুগল-এর চাহিদা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, এআই টেকনলজির মাধ্যমে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার প্রস্তুতকারক এই সংস্থার টিমের সঙ্গে গুগল কাজ করতে পেরে অবশ্যই আলাদা অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং নতুন কিছু প্রডাক্ট তৈরী করে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে।

                 উল্লেখ্য, এই মুহূর্তে অ্যাপেলের সঙ্গে পাল্লা দিয়ে গুগল স্মার্টওয়াচ তৈরী করতে পারছেনা। তাই স্বাভাবিকভাবেই বাজারে পিছিয়ে পড়ছে গুগল। সেই কারণেই তাদের এই স্ট্র্যাটেজি বলে মনে করছে অভিজ্ঞ মহল। বিগত কয়েক বছরে অ্যাপেল-এর স্মার্টওয়াচ বিক্রির পরিমান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যেমন ইসিজি মাপার ক্ষেত্রেও অ্যাপেল তাদের ঘড়ি বের করেছে

            এ প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, গুগল-এর স্মার্ট গেজেট-এর জন্য ব্যবহৃত ওএস সফওয়্যার ফিটবিট ব্যবহার করবেনা। তারা তাদের নিজস্ব ব্যবহৃত সফটওয়্যারের মাধ্যমেই ওই স্মার্টওয়াচ তৈরী করবে। যেহেতু তারা নিজেরাই সফটওয়্যারের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাই গুগল তাদের স্বাধীনতা দিয়েছে নতুন প্রডাক্ট তৈরী করার। ফিটবিট হেলথ এবং ওয়েলনেস ডেটা গুগল অ্যাড-এর ক্ষেত্রে ব্যবহৃত হবেনা। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...