মহিলা কর্মচারীরা মালগাড়ি চালালেন আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে

আন্তর্জাতিক নারী দিবসে একটু বিশেষভাবে দিনটি নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চায় ভারতীয় রেল। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আগামী আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে রতলাম এবং গোধরা-র মধ্যে মালগাড়ি চালালেন মহিলারা|

এছাড়াও দিনদয়াল উপাধ্যায় স্টেশনের সমস্ত কাজ সম্পন্ন করছেন মহিলারা|

গুজরাটের ভাবনাও রেল স্টেশনে কুলির দায়িত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করছেন মহিলা কর্মী|

এর আগে বেঙ্গালুরু এবং মহীশূরের ট্রেন চালানোর দায়িত্ব পালন করেছিলেন রেলের মহিলা কর্মচারীরা।

           যে কোনও ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন নারীরা। তেমনই মহিলা রেল কর্মচারীরা বেঙ্গালুরু থেকে মহীশূর পর্যন্ত গন্তব্যের রাজ্যরানি এক্সপ্রেস ট্রেন চালালেন।

             এই উদ্যোগে যথেষ্ট খুশি রেলের কর্মচারী, মহিলা কর্মচারী সহ রেলের অধিকারিকরাও। খুশি হয়েছেন রেলমন্ত্রী নিজেও এবং রেলমন্ত্রকও। রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজের ট্যুইটারে এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন।শুধুমাত্র ট্রেনের ড্রাইভারই নয়, গোটা ট্রেনের সব রকম দায়িত্ব পালন করলেন এদিন মহিলারা|

 

            আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এমন একটি উদ্যোগ সত্যিই যথেষ্ট প্রশংসার দাবি রাখে| ভারত একবিংশ শতকে কতটা এগিয়েছে, এই ট্রেন চালানো তার একটি প্রকৃষ্ট উদাহরণ| শুধু রেলই নয়, অভিনবভাবে দিনটি পালন করতে চলেছে প্রধানমন্ত্রীর দফতরও| ওই দিন প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দায়িত্ব দেওয়া হবে সমাজের বিশিষ্ট কোনও মহিলাকে| যিনি ওই দিন প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া সামলাবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...