সুন্দরবনে বেশ কয়েকবছর ধরে রোপণের কাজ করলেও ম্যানগ্রোভের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি।সম্প্রতি প্রকাশিত দ্য ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্টে,(এসএফআর-২০১৭) দেখা যাচ্ছে ২০১৫- রতুলনায় সারাদেশে ম্যানগ্রোভ এলাকার পরিমাণ ১৮১ বর্গকিলোমিটার বেড়েছে।এই সময়ের মধ্যে সুন্দরবনে তা বেড়েছে মাত্র ৮ বর্গকিলোমিটার|তবে উল্লেখযোগ্য বিষয়ে হল সুন্দরবনে ওরা (সোনেরেশিয়াগ্রিফিতি)-র পরিমান বাড়ছে|এমনটাই দাবি এই কাজের সঙ্ঘে যুক্ত সংস্থার| ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার – এর তালিকা অনুযায়ী ক্রিটিকালিএনডেঞ্জারড পর্যায়ে রয়েছে ম্যানগ্রোভের এই প্রজাতিটি|