অবসর নিলেন হিগুয়েন

দীর্ঘ ১০ বছর দেশের সেবা করে অবশেষে আর্জেনটিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন গনজালো হিগুয়েন। ২০০৭ সালে আর্জেনটাইন ফুটবল ক্লাব রিভার প্লেটের হাত ধরে ফুটবলে হাতেখড়ি হয়ে তার। তার পর আর পেছন ফিরে তাকাতে হয় নি। একে একে ২০০৭ সালে রিয়েল মাদ্রিদ, ২০১৩ সালে নাপোলি, ২০১৬ সালে  জুভেন্তাস, ২০১৮ সালে এসি মিলান ও বর্তমানে চেলসির মত আন্তর্জাতিক ক্লাবগুলিতে খেলার অভিজ্ঞতার অধিকারী তিনি। ক্লাবের হয়ে অনেকটা নাম করলেও ততটা কিন্তু আর্জেনটিনার জার্সি গায়ে করতে পারেন নি২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ সালের কোপা আমেরিকা ফাইনাল ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে গোলের সুযোগ নষ্ট করার ফলে অনেকবার বির্তকের মুখে পড়তে হয় তাকে। ২০১৮ সালে বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে রাউন্ড অফ সিক্সটিন থেকে আর্জেনটিনা বিদায় নিলে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দেশের হয়ে  ৬০টির ও বেশি ম্যাচ খেলে ৩১ টি গোল করে আর্জেনটিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠ স্থানের অধিকারী হন তিনি। তাই হিগুয়েনের মত স্ট্রাইকারের অভাব অনেকটাই ভোগাতে পারে আর্জেনটিনাকে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...