কলকাতার দুর্গা পুজোর পর, যদি কোনও পুজো জাকজমক ভাবে পালন করা হয় তাহলে, তা হল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আর সেই উৎসবের উন্মাদনাকে আরও একটু উসকে দিতে জিয়ো বাংলা পৌঁছে গিয়েছিল সেখানে। জিয়ো বাংলার সাথে ছিল গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটি।
১৯৬৭ সালে শুরু হয় এইপুজোর পথচলা, তারপর ধীরে ধীরে পেরিয়ে গেছে ৫২বছর। বর্তমানে গোন্দলপাড়া এলাকার কয়েকটি সেরা পুজোর মধ্যে একটি হয়ে উঠেছে গোন্দলপাড়া সাতঘাটের পুজো। এইবছর ৫৩তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। হাওড়া থেকে বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকালের মত যে কোনও মেন লাইনের ট্রেন ধরে নামতে হবে মানকুন্ডু, সেখান থেকে বাস ধরে জ্যোতি মোড় সংলগ্ন সাতঘাট পুকুরের নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।