‘জোকার’ খ্যাত ওয়াকিন পেলেন `গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’

২০১৯- এ তিনি আলাদা ‘সেনসেশন’ এনেছেন। সারা পৃথিবীর সিনেমা প্রেমীদের তিনি হাসিয়েছেন, কাঁদিয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অস্কারের মঞ্চ সব জায়গাতে নজর টেনে নিয়েছেন ‘জোকার’। জয় করে নিয়েছেন সাধারণ  সিনেমা প্রেমী থেকে সমালোচক সকলকেই। সেই ধারা অক্ষুন্ন থাকল `গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’- এর মঞ্চেও।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ও ‘১৯১৭’ ৭৭তম গ্লোডেন গ্লোবস জয় করলেও সেরা অভিনেতা হিসেবে পুরস্কার ছিনিয়ে নিলেন জোকার খ্যাত ওয়াকিন ফনেক্স।

gold  

 তিনি বলেন, “আমার সঙ্গে যারা মনোনীত হয়েছিলেন, আপনারা জানেন সেরা অভিনেতা বলে কোন বিষয় নেই। পুরস্কার শুধু টিভি শো-এর বিজ্ঞাপনের আরেকটি মাধ্যম। আপনাদের সবার কাজ আমাকে অনুপ্রেরণা দেয়। এ বছর দুর্দান্ত বেশ কিছু কাজ করেছেন আপনারা। আর সে কারণেই আপনাদের নামের পাশে আমার নাম দেখতে পেরে আমি সন্তুষ্ট।

তিনি আরো বলেন, এই প্রেক্ষাগৃহে আমার সঙ্গে যাঁরা আছেন, তাদের অনেকের কাছ থেকে আমি শিখেছি।  যা আমাকে এখানে এসে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে”।

লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছেন, হলিউড কিংবদন্তি এবং অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমেডি অভিনেতা রিকি গেরভাইজ। টেলিভিশন ও চলচ্চিত্রে সেরা কাজকে সম্মান জানাতে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান শুরু হয় ১৯৪৪ সালে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...