জিমন্যাস্টিকে বিশ্বসেরা ভারতের দিপা

তুরস্কোর মারসিনে ফিগ আর্টিসটিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে স্বর্ণপদক পেলেন ত্রিপুরার জিমনাস্ট দিপা কর্মকার। মহিলা বিভাগের ভল্ট ইভেন্টে ১৪.১৫০ স্কোর করে প্রথম স্থানের অধিকারী হয়েছেন তিনি। দিপার পরেই রয়েছে ইন্দোনেশিয়ার রিফদা ইরফানালুথফি। ১৩.৪০০ স্কোর করে রুপোর পদক পেয়েছেন তিনি। তুরস্কোর গকসু উকটাস সানলি ১৩.২০০ স্কোর করে তৃতীয় স্থানাধিকারী হয়েছেন। রিয়ো অলিম্পিকের পর টানা দুবছর চোটের কারণ ময়দানের বাইরে ছিলেন দিপা। সুস্থ হয়ে ফিরে দেশকে সোনার পদক এনে দিতে পেরে উচ্ছসিত ত্রিপুরার অগ্নি কণ্যা দিপা কর্মকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...