হঠাৎ যদি কেউ হাঁচি দেয় আমাদের সামনে তাহলে আমরা তাঁকে “গড ব্লেস ইউ” বলি| জানেন কেন? কারণ কেউ কেউ মনে করেন, যখন কেউ হাঁচি দেয় তখন তাঁর হৃদয় কিছু মুহুর্তের জন্য কাজ করে না| তাই ‘ব্লেস ইউ’ কথাটা দিয়ে কারোর জন্য শুভকামনা করা হয়| কিন্তু আপনি কি পারবেন তিন দিন হার্ট-বিট বন্ধ করে থেকে বেঁচে উঠতে?
আমাদের প্রতিবেশী দেশ চিনে ঘটে গেল এমনি একটি বিরল ঘটনা| সূত্রের খবর, সেখানের পূর্ব ফুজিয়ানে একটি ২৬ বছর বয়সী তরুণী বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়, তারপরেই তাঁর হার্ট-বিট বন্ধ হয়ে যায়| হাসপাতালে সিপিআর দেওয়া সত্ত্বেও হৃদযন্ত্র কাজ করেনি| তবুও সংগ্রাম চালিয়ে যায় চিকিৎসকরা, ইসিএমও অর্থাৎ এক্সট্রা কর্পোরিয়েল মেমব্রেন অক্সিজেনেশন প্রযুক্তিতে যন্ত্রের সাহায্যে তাঁর শ্বাস প্রশ্বাস চালানো হয় হৃদপিন্ড ছাড়াই| তারপর সবাইকে অবাক করে একটানা ৭২ ঘন্টা পর তাঁর হৃদযন্ত্র কাজ করা শুরু করলো| ৭ই জানুয়ারী থেকে সে হার্ট-বিটসহ বেঁচে ওঠে, চোখ মেলে দেখে| ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেয় ওই চীনা তরুণীটি| এখন আগের থেকে অনেকটাই সুস্থ বলে জানা গেছে| বিশেষজ্ঞদের মতে চিকিৎসামহলে এই বিরল ঘটনা একটি বড় সাফল্যের শুরু|
তাহলে কি এবার এই তরুণীটির উদ্দেশ্যে বলাই যায়.. “গড ব্লেসড হার!”