জেল হেফাজতে দুই ছাগল

অপরের সম্পত্তি নষ্ট বা ধ্বংস করলে আইনুযায়ী তাকে শাস্তি পেতে হয়, এমনটাই নিয়ম। কিন্তু ওরা কি আর কখনও ভাবতে পেরেছিল, নিজেদের খাদ্যবস্তু আস্বাদন করতে গিয়ে ওদেরকেও হাজত বাস করতে হবে! 

এবার অপরের সম্পত্তি নষ্ট করার অপরাধে কোনো মানুষ নয়, ধরা পড়েছে দুটি ‘ছাগল’! কি অবাক হচ্ছেন! অবাক তো হওয়ারই কথা...কারণ এটি সত্যিই একটি অদ্ভুত ঘটনা।

গত বুধবার পুলিশ সূত্রে জানা যায়, তেলেঙ্গানার করিমনগর জেলায় হুজুরাবাদ শহরে পুলিশ গ্রেফতার করেছে দুটি ছাগলকে। ছাগল দুটি একটি স্বেচ্ছাসেবী সংস্থার লাগানো গাছের কাছেই চরে বেড়াচ্ছিল বলে জানা যায়।

হুজুরাবাদ পুলিশ ইন্সপেক্টর ভাসমশেট্টি মাধাভি জানিয়েছেন, যদিও পশুদের জেলে আটক করার মত কোনো নিয়ম নেই, তবে ফাইন দেওয়ার নিয়ম রয়েছে। তাই হুজুরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন ওই ছাগল গুলির মালিকের কাছ থেকে ১০০০ টাকা ফাইন নেওয়ার পরই তাদেরকে মুক্তি দেয়।

স্বেচ্ছাসেবী সংস্থাটির নাম ‘সেভ দ্য ট্রী’জ’। সূত্রের খবর, এই সংস্থার দুই প্রতিনিধি অনিলবিক্রান্ত পুলিশের কাছে অভিযোগ করেন যে, শহরে তাঁদের সংস্থা ৯৮০টি চারাগাছ লাগিয়েছিল, সেই চারাগাছগুলির মধ্যে ২৫০টি গাছ খেয়ে ফেলেছে ওই ছাগলগুলি। গত মঙ্গলবার তাঁরা ১০টি ছাগলকে হাতেনাতে ধরেন। তার মধ্যে তাঁরা দুটি ছাগলকে পুলিশের কাছে নিয়ে যায়।

বিক্রান্ত জানিয়েছেন, তাঁরা ৯৮০টি চারাগাছ লাগিয়েছেন, যেগুলি তাঁরা নিজেরাই খেয়াল রাখছেন, যত্ন নিচ্ছেন। কারণ তাঁদের কাছে গাছের খেয়াল রাখার জন্য কোনো পাহারাদার রাখার জমায়েত টাকা নেই, তাই তাঁরা চান না এগুলি কোনো ছাগল বা গবাদিপশু খেয়ে নিক। 

আরো জানা যাচ্ছে, আগামী ২রা অক্টোবার গান্ধীজির ১৫০তম জন্ম বার্ষিকীতে তাঁরা ১৫০টি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন।

ছাগল দুটির মালিককে ডেকে পাঠানো হয়...ফাইন বাবদ ১০০০ টাকা নেওয়া হয় আর সঙ্গে এও জানিয়ে সাবধান করে দেওয়া হয় যে, এরকম ঘটনা আর যাতে না হয় এবং তিনি যেন তাঁর পোষ্যদের শহরের বাইরে চারণ করায় অথবা নিজের বাড়ির এক্তিয়ারের মধ্যেই খাওয়ায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...