চালানের বদলে চকলেট দিয়ে শিক্ষা আইনলঙ্ঘনকারীদের

সারা দুনিয়া যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময়েই আইন না মানা মোটরবাইক আরোহীদের হাতে শাস্তিস্বরূপ চালান না ধরিয়ে চকলেট ধরানোর এক অভিনব উদ্যোগ গ্রহণ করল গোয়া পুলিশ| গোয়ার পানাজি এলাকায় ট্রাফিক ভায়োলেন্স দূর করার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| বিশেষ করে উত্সবের দিনগুলিতে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং হেলমেট পরার উপকারিতা বোঝাতে গোয়া পুলিশ তরফ থেকে চালানের বদলে চকলেট দেওয়ার কথা ভাবা হয়|

গোয়ার প্রধানমন্ত্রীর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অফিসিয়াল পেজ থেকে করা একটি ট্যুইট থেকে বিষয়টি সকলের সামনে আসে| সেই পোস্টটিতেই দেখা যায়, পুলিশকর্মীরা সকলেই সান্তা ক্লজের ড্রেসে সেজে হেলমেট না পরা যাত্রীদের ধরে তাদের হাতে চকলেট এবং তার সাথেই ট্রাফিক ভায়োলেন্সের পোস্টারও দেখাচ্ছেন তাদের| এরপরে পানাজির ট্রাফিক সেলের দায়িত্বে থাকা অফিসার ব্রেন্ডন ডি’সুজা জানালেন, উত্সবের সময় দুর্ঘটনা কমানোই মূল উদ্দেশ্য তাদের| পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আইন লঙ্ঘনকারীদের মধ্যে ট্রাফিক নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সান্তা ক্লজের সাহায্য নিয়েছেন তারা|তার মতে, আইন লঙ্ঘনকারীদের মনের কাছাকাছি পৌঁছানোর জন্যই সান্তা ক্লজ সেজেছেন তারা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...