সারা দুনিয়া যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময়েই আইন না মানা মোটরবাইক আরোহীদের হাতে শাস্তিস্বরূপ চালান না ধরিয়ে চকলেট ধরানোর এক অভিনব উদ্যোগ গ্রহণ করল গোয়া পুলিশ| গোয়ার পানাজি এলাকায় ট্রাফিক ভায়োলেন্স দূর করার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| বিশেষ করে উত্সবের দিনগুলিতে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং হেলমেট পরার উপকারিতা বোঝাতে গোয়া পুলিশ তরফ থেকে চালানের বদলে চকলেট দেওয়ার কথা ভাবা হয়|
গোয়ার প্রধানমন্ত্রীর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অফিসিয়াল পেজ থেকে করা একটি ট্যুইট থেকে বিষয়টি সকলের সামনে আসে| সেই পোস্টটিতেই দেখা যায়, পুলিশকর্মীরা সকলেই সান্তা ক্লজের ড্রেসে সেজে হেলমেট না পরা যাত্রীদের ধরে তাদের হাতে চকলেট এবং তার সাথেই ট্রাফিক ভায়োলেন্সের পোস্টারও দেখাচ্ছেন তাদের| এরপরে পানাজির ট্রাফিক সেলের দায়িত্বে থাকা অফিসার ব্রেন্ডন ডি’সুজা জানালেন, উত্সবের সময় দুর্ঘটনা কমানোই মূল উদ্দেশ্য তাদের| পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আইন লঙ্ঘনকারীদের মধ্যে ট্রাফিক নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সান্তা ক্লজের সাহায্য নিয়েছেন তারা|তার মতে, আইন লঙ্ঘনকারীদের মনের কাছাকাছি পৌঁছানোর জন্যই সান্তা ক্লজ সেজেছেন তারা|
Christmas is here. #Goa Traffic Cops turn 🎅, penalize traffic violators by offering them sweets. pic.twitter.com/lkoDU1hpXi
— CMO Goa (@goacm) December 24, 2019