দুর্গাপুরের কৃতিত্ব

কর্নিয়া সংগ্রহ করে কৃতিত্ব অর্জন করল দুর্গাপুরের ব্লাইন্ড রিলিফ সোসাইটি। দিন-রাত নির্বিশেষে সংস্থাটির কর্নিয়া সংগ্রহের ডাক পড়লেই হাজির হয়ে যান ব্লাইন্ড রিলিফ কর্তৃপক্ষ। বিগত বেশ কিছু বছর ধরে নিজেদের এমন কাজের জন্য রাজ্যে পুরস্কৃত হয়ে আসছে সংস্থাটি। এবারে তাদের সংগ্রহে আছে মোট ২৮৯টি কর্নিয়া। এই সাফল্যকে সম্মান জানাতে গত বুধবার কলকাতার ইন্টারন্যাশনাল আই ব্যাঙ্ক মহকুমাশাসক অনির্বাণ কোলের হাতে তুলেদেন ট্রফি এবং শংসাপত্র।

দুর্গাপুরের এমন সাফল্যে মহকুমাশাসক অনির্বান বাবু গর্বিত বলে মতামত জানিয়েছেন।  এই সংস্থাটি গত বছরের তুলনায় এ বছর শতাধিক কর্নিয়া সংগ্রহ করেছে। সংস্থাটি দুর্গাপুর মহকুমা ছাড়াও পাশাপাশি এলাকা থেকেও কর্নিয়া সংগ্রহ করে থাকে। গুটিকয়েক সদস্য নিয়ে ব্লাইন্ড রিলিফ সোসাইটির পথ চলা শুরু হয় ১৯৮৬ সালে। বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে তিনশোর কাছাকাছি। কর্নিয়া সংগ্রহের জন্য এদের ডাক পড়ে দুর্গাপুর ছাড়িয়ে বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান জেলায়। এসব কর্নিয়া তারা তুলে দেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। ডাক পেলেই কর্নিয়া সংগ্রহে হাজির হল ব্লাইন্ড রিলিফ সোসাইটি কর্তৃপক্ষ।  মহকুমা হাসপাতাল ও ডিএসপি মেইন হাসপাতাল থেকে মূলত কাজ হলেও  অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো থেকেও কর্নিয়া সংগ্রহ করেন সংস্থার কর্মীরা। 

কর্নিয়া সংগ্রহের তালিকায় এবারে প্রথম স্থান সম্মানিত হয়েছে হুগলি শ্রীরামপুরের একটি সংস্থা। রাজ্যে রয়েছে এমন আরো ২৪টি সংস্থা যারা কর্নিয়া সংগ্রহের কাজ সম্পাদন করে থাকে।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...