সর্বভারতীয় পরীক্ষায় বাংলার জয়জয়কার

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় দুটি পরীক্ষার ফল| এবং তাতে বাংলার ছাত্র-ছাত্রীরা যথেষ্ট ভালো ফল করেছে| একই দিনে দুটি পরীক্ষার ফল বেরোলো| অর্থাত পঞ্চায়েত ভোট এবং আইসিএসই ও আইএসসি পরীক্ষার রেজাল্ট| বলতে দ্বিধা নেই, আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের আশা জাগিয়ে রাখল, যেখানে রাজনৈতিক নেতারা আশাহত করলেন| যাকগে, আজকে এই লেখায় আলোকপাত করব আমাদের রাজ্যের মেধাবীদের নিয়ে| এবারে সর্বভারতীয় স্তরেও রেজাল্ট যথেষ্ট ভালো| মোট ৪৯ জন রয়েছে প্রথম থেকে তৃতীয় স্থানে| অর্থাত প্রতিযোগিতা দারুণ| তাতে কি সমস্যা আছে? আমার মতে একদম নেই| প্রতিযোগিতা অবশ্যই ভালো| সেটা যদি সকলকে উদ্বুদ্ধ করে| এর মধ্যে বাংলা থেকে ১১ জন এই প্রথম তিন-এ আছে| শুধুমাত্র কলকাতা নয়, সর্বভারতীয় পরীক্ষায় এবারে জেলা থেকেও ভালো ফল করেছে| যা যথেষ্ট আত্মতৃপ্তির| এই প্রজন্ম বাংলার মুখ উজ্জ্বল করছে সর্বভারতীয় ক্ষেত্রে| বাংলার মেধা নিয়ে তো কোনো সংশয় থাকারই কথা নয়| কিন্তু ঠিক দিশা না পেয়ে বাংলার ছেলে-মেয়েরা ঠিক নজরে আসছিলনা| এবারে হয়ত আসতে আসতে ছবিটা পাল্টাবে| এই বোর্ডের পঠন-পাঠন যথেষ্ট বিজ্ঞানসম্মত, সে বিষয়ে দ্বিমত হবার অবকাশ নেই| মন দিয়ে পড়াশোনা করলে ফুল মার্কস পাওয়া খুব একটা কঠিন কাজ হয় না| আর একটা ব্যাপার, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যদি একটু যত্ন নিয়ে পড়ান এবং অভিভাবকেরা যদি একটু দাযিত্ব নিয়ে নিজেদের সন্তানদের পরিচালনা করেন, তাহলে এই সিলেবাসে অতিরিক্ত টিউশনের প্রয়োজন আছে বলেও মনে হয় না| তার উদাহরণ আইএসসি তে প্রথম স্থান অর্জন করা পানিহাটির কৌশিকী| কারণ আমার মনে হয়, শুধু বই-এর পাতায় মুখ গুঁজে না থেকে একটু রিল্যাক্স করে পড়লে বেশি ভালো ফল করা যায়| যেটা সব বিষয়ে প্রাইভেট টিউশন থাকলে ছাত্র-ছাত্রীরা পারেনা| এই বিষয়টা যেদিন সবার ক্ষেত্রে দেখব, সেদিন শিক্ষার সর্বতোভাবে মানোন্নয়ন ঘটবে|  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...