বিহারের সুইটি কুমারী রাগবিতে কমবয়সী হিসেবে বর্ষসেরা

বিহারের প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক রাগবির মঞ্চে যুব খেলোয়াড় হিসেবে বর্ষসেরা। উনিশ বছরের সুইটি কুমারীর স্বপ্ন এখন নতুন করে পাখা মেলেছে।

সারা ভারত থেকে মোট ১০ জনকে এই খেতাবের জন্য বাছা হয়েছিল। যার মধ্যে বছরসেরা এই তরুণী। কিছুদিন আগেই এশিয়ার উঠতি খেলোয়াড়ের সম্মানও আদায় করে নিয়েছে সুইটি। বছরের শুরুতেই এশিয়ার রাগবি খেলোয়াড়দের মধ্যে নিজের জায়গা করতে শুরু করে সুইটি। বিগত বছরে ভারতের ৭টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবথেকে বেশি পয়েন্টও তুলে নেয় সুইটি।

পরিবারের সাত ভাই বোনের মধ্যে বাবা মায়ের পঞ্চম সন্তান সুইটি। দাদাকে দেখে তাঁর অ্যাথলেটিক্স এর প্রতি ভালবাসা। এরপর স্কুলে, গ্রামে, জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে শুরু করে সে। এরপর একজন কোচের নজরে পড়ে রাগবি খেলা শুরু। সুইটির দৌড় দেখে তাকে এই খেলায় নিয়ে আসা হয় জুনিয়র প্রি-ক্যাম্পে।

আমেরিকান কোচ মাইক ফ্রাইডের কাছ থেকে রক্ষন ভেঙ্গে কিভাবে এগিয়ে যেতে হবে তা ভাল করে শেখে সুইটি। সুইটির মতে জোড়ে দৌড়ানো তাঁর জন্মগত প্রতিভা। আমি শুধু প্রচুর পরিশ্রম করেছি তাই এই জায়গা অর্জন করতে পেরেছি। আগামী দিনে এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় সুইটি।

সুইটিকে দেখে তাঁর গ্রামের মানুষ এখন রাগবি নিয়ে উৎসাহিত হয়ে পড়েছে। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এখন গ্রামে রাগবি খেলাও হয়। রাগবি ছাড়াও তাঁর প্রিয় জিনিস বিভিন্ন রাগবির খেলা দেখা ও সিনেমা দেখা। রাগবি খেলা তাঁর স্বপ্নের মধ্যে রয়েছে। আরও পরিশ্রম করে আরও সাফল্য পাওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে বছর উনিশের এই তরুণী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...