গির-সিংহের গলায় রেডিও কলার

গুজরাটের গ্রেটার গির অরণ্যে ২৫ টি এশিয়াটিক সিংহের গলায় লাগানো হল রেডিও কলার। এশিয়াটিক সিংহ বিপন্ন প্রজাতির সিংহ। পৃথিবীতে এশিয়াটিক সিংহ একমাত্র গির অরণ্যেই পাওয়া যায়।  

গুজরাতের জুনাগড় ওয়াইল্ড লাইফ সার্কেলের প্রধান বন সংরক্ষক দুষ্মন্ত ভাসভাদা জানিয়েছেন, জার্মানি থেকে ৭৫ টি রেডিও কলার আনা হয়েছে এই প্রকল্পের জন্য।

 গির সোমনাথ, জুনাঘাট, আম্রেলি, ভাবনগর, আর বোটে এই পাঁচ জেলায় সিংহের গলায় রেডিও কলার লাগানো হবে। যার মাধ্যমে পশুদের দলবদ্ধ আচরণ নজর রাখা সম্ভব হবে। পশুদের আচরণ সংক্রান্ত গবেষনাতেও সাহায্য করবে। যে সমস্ত সিংহের গলায় এই রেডিও কলার থাকবে তাদের গতিবিধি নজর রাখা যাবে। অরণ্য এবং সংলগ্ন এলাকার ৫ কিলোমিটারের মধ্যে ঘটা সমস্ত ঘটনা, আচরণের তথ্য জানতে পারবে বন আধিকারিকরা। সড়ক এবং রেল লাইনের কাছাকাছি চলে গেলেও তা ধরা পড়বে রেডিও কলারের সিগন্যালে।

আফ্রিকার সেরিঙ্গিটি ও সাবানা অরণ্যেও সিংহের গলায় এরকমই রেডিও কলার লাগানো থাকে।

কলার লাগানোর ফলে কোনও সিংহ লোকালয়ে এসে পড়লে যেমন জানা যাবে তেমনি কোনও পশু অসুস্থ হয়ে পড়লেও সঙ্গে সঙ্গে ব্যবস্থাগ্রহণ সম্ভব। পশু পাচারকারীদের হাত থেকেও বাঁচানো সম্ভব হবে এই বিপন্ন প্রজাতির সিংহদের।

জুলাই মাসের মধ্যে গির অরণ্যের সমস্ত এশিয়াটিক সিংহের গলায় রেডিও কলার লাগানোর কাজ সম্পূর্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে।  

২০১৫ সালের গণনা অনুযায়ী গির অরণ্যে স্ত্রী, পুরুষ, শাবক মিলিয়ে সিংহের সংখ্যা ৫২৩ টি।

কয়েকমাস আগে গিরে সিংহ মৃত্যুর ঘটনা ঘটছিল। একমাসের মধ্যে মারা যায় ২১টি সিংহ। অসুস্থ হয়ে পড়ে আরও বেশ কিছু।

তারপরই প্রশাসন বেশ কিছু নতুন পদক্ষেপের ভাবনা শুরু করে।  

গত সপ্তাহেই সিংহের জন্য অ্যাম্বুল্যান্স ব্যবস্থা করা হয়। সিংহের জন্য অ্যাম্বুল্যান্স ভারতে এই প্রথম। লায়ন অ্যাম্বুল্যান্সে ভেন্টিলেশন, আলট্রাসাউন্ড ইমেজিং ব্যবস্থাও আছে।  

সিংহ মৃত্যুর ঘটনার পর গির অরণ্যে পশু চিকিৎসা এবং অন্যান্য সমস্ত বিষয় আধুনিক করে তুলতে গুজরাট প্রশাসন ৩৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিল।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...