২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছ! ভাবতে পারছেন? এত বড় মাছ দেখেছেন কখনও? হ্যাঁ! বাস্তবে এত বড়ই মাছের দেখা মিলল এবার। ভারতে নয়! এই মাছ দেখা মিলল ভারতের এক প্রতিবেশী দেশে। কোথায় মিলল?
জানা গিয়েছে বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে পদ্মা নদী থেকে মিলল এত বড় কাতলা মাছটি। সেই মাছটি ৫৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। আর এই মাছটিরই ওজন ছিল ২৬ কেজি ৭০০ গ্রাম। এত বড়! প্রায় ২৭ কেজির কাতলা মাছ! ভাবতে পারছেন?
জানা গিয়েছে যে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর থেকে শুক্রবার রাতে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। তারপর গত শুক্রবার সকালে প্রথমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান এক মৎস্য আড়তের মালিক, সম্রাট শাজাহান শেখকে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় বিক্রি করেন। তারপর শাজাহান মিয়া ৫৪ হাজার ৬০০ টাকায় মাছটি কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করেন।
এই বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সংবাদমাধ্যমে জানিয়েছেন যে “সকালে বলরাম হালদার ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট নিয়ে আসলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছ কিনেছিলাম। পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। মাছটি বিক্রি করে আমার ভালই লাভ হয়েছে।”