অভিশাপ কাটিয়ে জলে ভাসলো সোনালী বোয়াল

 

দীর্ঘদিন পর অভিশাপ কাটল জলপাইগুড়ির করলা নদীর| ওই নদীর বাস্তুতন্ত্র বিষাক্ত হয়ে গেছে, এমনটাই জানা গেছিল পূর্ববর্তী নানা রিপোর্ট থেকে| বিশেষ করে যখন ওই নদী থেকে ২০১১ সালে হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছিল তখন থেকেই অভিশপ্ত নদী বলা হত একে| দীর্ঘ ৮ বছর পর অবশেষে নদী থেকে ছিপের সাহায্যে ধরা পড়ল একটি বৃহদ আকারের সোনালী বোয়াল|স্বাভাবিকভাবেই এই নদী থেকে এতবড় বোয়াল মাছ ধরা পড়ায় যারপরনাই খুশি পরিবেশবিদ থেকে শুরু করে পশুপ্রেমীরা| মনে করা হচ্ছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে বাস্তুতন্ত্রের ভারসাম্য|

অন্যদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় নদীতে ছিপ ফেলেছিলেন বিষ্ণু রায় নামক একজন স্থানীয়| তিনি জানান, ছিপের মাধ্যমে এত বড় মাছ ধরা পড়বে তা তিনি নিজেও ভাবেননি| কেজিপ্রতি ১০০০ টাকা দরে এই মাছ বিক্রি হবে, এমনটাই আশা বিষ্ণুবাবুর| নদী থেকে মাছ পাওয়া যাওয়ায় খুশি তরাই ও ডুয়ার্স অঞ্চলের পরিবেশবিদরা| ২০১৬ সালের ১১ই নভেম্বর বিষক্রিয়ার ফলে মারা জায়্হাজার হাজার মাছ| জানা গেছে, ধানের জমিতে দেওয়া হতো কীটনাশক আর সেই কীটনাশক জলে ধুয়ে গিয়ে পড়ত নদীর জলে| এই বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছিল অতো মাছের| এরপর থেকেই ওই নদীর বাস্তুতন্ত্র নিয়ে চিন্তায় ছিলেন পরিবেশবিদরা| নতুন করে মাছ পাওয়া যাওয়ায় খুশি সকলেই|   

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...